লাকসামে নওয়াব ফয়জুন্নেছা জমিদার বাড়িটি জাদুঘরে রূপান্তরিত হচ্ছে

চলতি বছরের নভেম্বরের ১ম সপ্তাহে চালু হতে যাচ্ছে লাকসামের পশ্চিমগাঁওস্থ নওয়াব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর। এ উপলক্ষে নবরূপ সেজে উঠেছে উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরীরানীর স্মুৃতিবিজড়িত জমিদার বাড়িটি। আনুষ্ঠানিকভাবে জাদুঘর উদ্বোধনের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি।
জানা যায়, ২০১৭ সালে গেজেট ও প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্কৃতিমন্ত্রনালয়ের প্রত্নতত্ত্¦ অধিদপ্তর লাকসাম পশি^মগাঁও নওয়াব বাড়ি সংলগ্ন ৪ দশমিক ৫৫ একর জায়গা অধিগ্রহন করে। কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারনে বিগত ছয় বছর এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন সম্ভব হয়নি। বরং ভূমিদস্যু মহলের কারসাজিতে নওয়াব বাড়ির অনেক মূল্যকান ঐতিহ্য ও স্থাপনা এখন ধ্বংস ও বিলুপ্তির প্রান্তে। স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম হস্তক্ষেপে এই জটিলতা নিরসন ও উন্নয়ন কর্মকান্ড এ বছর প্রথম দিকে পুনরায় শুরু হয়। এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামের আহবানে সাড়া দিয়ে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ চলতি বছরের ২ জুন নওয়াব বাড়ি পরিদর্শন করেন এবং জাদুঘর প্রতিষ্ঠার ঘোষনা দেন। সংস্কৃতিমন্ত্রনালয়ের সচিব খলিল আহমদের উপস্থিতিতে গত ২০ সেপ্টেম্বর সচিবালয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালকের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের ৭ অক্টোবর জাতীয় জাদুঘরের কনফারেন্স রুমে নওয়াব ফয়জুন্নেছা বংশধরদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত) মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত এষ্টেটের মোতায়ালী সৈয়দ মাসুদুল হক, সৈয়দ কামরুল হক, এস এম মাহফুজুল হক, ওসমান আলী চৌধুরী, আয়াজ আলী চৌধুরী, কাজী মোহাম্মদ হোসেন, শিপু, কাজী ইকবাল হোসেল খালিদ, সৈয়দা রেহানা হক, য়ৈসদ গাজীউল হক, আইনুন নিশাত তাজোয়ার, সৈয়দ নাসির উদ্দিন হায়দার, সৈয়দ এনামুল হক, মনজুর আলম চৌধুরী ছোটন, সৈয়দ তানজিলা হক, তান্নি, সৈয়দ তাওয়াজ আহমেদ, সৈয়দ আসফাকুল হক, সৈয়দ আজাদুল হক, সৈয়দ তানজিদা হক, সৈয়দ সামসিয়া হক সহ নওয়াব ফয়জুন্নেছার ৫ম,৬ষ্ঠ ও ৭ম জেনারেশনের ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক , বিশিষ্ট লেখক এম এম ইলিয়াছ, জাতীয় জাদুঘরের উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত সবাই উম্মুক্ত মতামত ও আলোচনায় অংশগ্রহণ করে সর্বসম্মতিক্রমে জাদুঘর প্রতিষ্ঠায় সম্মতি প্রকাশ ও সহযোগিতার আম্বাস দেন। এসময় জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নওয়াব ফয়জুন্নেছার ব্যবহৃত বিভিন্ন দ্রব্য ও সামগ্রী যা এখন ইতিহাস। এসব নিদর্শন তার আত্মীয়স্বজন, পশ্চিমগাঁও ও আশপাশের এলাকার অনেকের কাছে সংরক্ষিত আছে। এসব ঐতিহাসিক নিদর্শনও ব্যবহৃত সামগ্রী জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে ইতিহাসের পাতায় স্থান করে নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
