মধুপুর সমবায় কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও প্রত্যাহার দাবি সমবায়ীদের

সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শ্লোগানে শনিবার সারাদেশে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হলো। টাঙ্গাইলের মধুপুরে সমবায়ী সংগঠন ও উপজেলা সমবায় ফেডারেশনের উপস্থিতি ছাড়াই এমন দিবস পালনের কারণে উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তাকে অবিলম্বে এ উপজেলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সমবায়ী নেতৃবৃন্দ।
দিবস পালনের আনুষ্ঠানিকতার পর শনিবার বিকেলে সমবায়ীরা উপজেলা সমবায় ফেডারেশন অফিসে প্রতিবাদ সভা করে সমবায় কর্মকর্তা সাইফুল ইসলামের প্রত্যাহারের এ দাবি করেছেন । অর্ধ শতাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশনের সভাপতি কলেজ শিক্ষক আবু সাইদ এতে সভাপতিত্ব করেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন।
উপস্থিত ছিলেন মধুপুর হকার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল করিম, মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শাহ আলম আকন্দ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, তরকারী ও কাঁচামাল সমবায় সমিতির সভাপতি আব্দুস সাত্তার, গ্রাম বাংলা সমবায় সমিতির সভাপতি আনিছুর রহমান, পাঁচতারা সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, চাকরিজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, প্রতিভা সমবায় সমিতির সভাপতি মলয় কুমার দাস. চারতারা সমবায় সমিতির সভাপতি আয়নাল হক, কৃষি সেবা সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান, জয়তেঁতুল মহিলা সমবায় সমিতির সভাপতি পারভিন আক্তার,ইদিলপুর সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ অন্তত ২০ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় অভিযোগ করা হয় ,সমবায় দিবস উদযাপন করতে উপজেলা সমবায় কর্মকর্তা নিবন্ধিত সমিতি গুলো থেকে চাঁদা আদায় করছেন । বলা হয়, গত বছরের সমবায় দিবস পালনের জন্য আদায় করা চাঁদার প্রায় আড়াই লাখ টাকার দেড় লাখ টাকার হিসাব তিনি গত এক বছরে দেননি। হিসাব চাইলে নানা অজুহাতে এড়িয়ে গেছেন। এ হিসাব নিয়েই মূলত সমবায়ীদের সাথে কর্মকর্তার দূরত্ব সৃষ্টি হয়েছে।
এবার বেশির ভাগ সমিতিকে বাইরে রেখে মুষ্টিমেয় কয়েক সমিতি নিয়ে নামেমাত্র কর্মসূচি পালন করেছে। প্রস্তুতিমূলক সভার নামে কিছু সমিতির পক্ষে স্বাক্ষর নিয়ে অনুষ্ঠান সূচি করেছে। এবারের তোলা চাঁদার হিসাব দিতে যাতে না হয় সেজন্য গুরুত্বপূর্ণ সমিতিকে পরিকল্পিতভাবে আড়ালে রাখা হয়েছে।
কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন না জেনেও তাকে অতিথির তালিকায় রেখে ছিলেন। অথচ উপজেলা চেয়ারম্যান, মেয়রকে প্রতিবছরের ন্যায় অতিথি করা হয়নি। এসিল্যান্ড ছাড়া অনেকটা অতিথি শূন্য অনুষ্ঠান হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সমবায় সমিতির নেতৃবৃন্দ জানান, এবারও অনুষ্ঠানে নামে চাঁদা তোলা হয়েছে। নিবন্ধন রক্ষা ও বার্ষিক অডিটে (হিসাব নিরীক্ষা) ঝামেলা এড়াতে কর্মকর্তার দাবিকৃত টাকা দিতে বাধ্য হচ্ছেন তারা। দিবস পালনে সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও সমিতি থেকে চাঁদা আদায় করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের মাঝে।
সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন মনে করেন। কেউ অভিযোগ করলে তার তো কিছু করার নেই বলেও জানান। তিনি জানান, গত বছরের সরকারি ব্যয়ের হিসাব আছে। অন্য হিসাব তার কাছে থাকার কথা নয়। এবারের ডিও লেটারের নির্দেশনামোতাবেক কর্মসূচির অতিথি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত আছেন। অনেক সমিতি অংশ নেয়নি বলেও স্বীকার করেন তিনি। তিনি জানান, এসিল্যান্ড ও দুই ইউপি চেয়ারম্যান উপস্থি ছিলেন। সবাইকে দাওয়াত করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন জানান, নিয়ম অনুসারে কর্মসূচি করা হয়েছে। মন্ত্রী রাষ্ট্রীয় অন্য কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। গত বছরের হিসাব নিয়ে যে অভিযোগ উঠেছে তা নিয়ে এক বছরে কেউ লিখিত দেননি।
উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে দেড় শতাধিক’ নিবন্ধিত সমবায় সমিতি থাকলেও এরমধ্যে প্রায় একশ সমিতি কার্যকর রয়েছে। টাঙ্গাইল জেলা সমবায় কর্মকর্তা এস.এম তহমিদুজ্জামানের অফিসের মোবাইল নম্বর(০১৮১৯ ৬১৯১৯৬) বন্ধ পাওয়ায় ব্যক্তিগত নম্বরে(০১৭৫৯৮৬৩৬৮৭) একাধিকবার কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ
Link Copied