কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, দুই বাসে আগুন
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার সকালে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাস স্ট্যান্ড এলাকায় এবং কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এছাড়া দুইটি বাসে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সকাল ৮টার দিকে শ্রমিকরা কর্মস্থল ছেড়ে সড়কে অবস্থান করে। এসময় তারা বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এসময় পুলিশ-শ্রমিক সংঘর্ষ হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কয়েকটি বাস ভাঙচুর এবং দুইটি বাসে আগুন দেয়।
শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে ২৩ অক্টোবর থেকে তারা আন্দোলন করে আসছে। সরকার এবং মালিকপক্ষ তাদের আন্দোলনের কোনো গুরুত্ব না দিয়ে গ্রেপ্তার, হয়রানি এবং নির্যাতন করছেন। বেতন বৃদ্ধির নামে প্রহসন করছেন মালিকপক্ষ।
কাশেমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, দুইটি বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে দুটি বাস পুড়ে ছাই হয়েছে।
কোনাবাড়ী মেট্রো থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, শ্রমিকরা সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী সাইনবোর্ড নামক এলাকায় আজমেরি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে। শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়।
র্যাব-১ এর অধিনায়ক ইয়াসিন আরাফাত হোসাইন বলেন, তৃতীয় পক্ষের কেউ শ্রমিকদের উস্কে দিয়ে মহাসড়কে অবরোধ, ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের সদস্যরা টহল দিচ্ছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল
ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল
ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি
পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী
গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি
বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন শেখ মোঃ আব্দুল্লাহ
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মহিতের মনোনয়নপত্র দাখিল