ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ছেলেকে দিয়ে পুকুর পরিষ্কার প্রতিবাদ করায় মাকে মারধর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ১:১১

ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নের কালিদাসপট্টি গ্রামের নজরুল ইসলাম (নজর আলী) বিরোদ্ধে এক নারী গার্মেন্টস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয় ভুক্তভোগী নারী ইউনিয়ন পরিষদে বিচার না পেয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত নজরুল ইসলাম (নজর আলী) (৫০) উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাসপট্টি গ্রামের মৃত নুর হক আলীর ছেলে। তিনি উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে অবস্থিত রঘুনাথপুর টেকনিক্যাল বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। ভুক্তভোগী ইছমত আরা বেগম (৫০) একই গ্রামের প্রবাসী আদর আলীর স্ত্রী। তিনি একটি গার্মেন্টসে চাকুরী করেন।
মঙ্গলবার (০৭ নভেম্বর) ভুক্তভোগী ইছমত আরা বেগম জানায়, ত্ার অনুমতি ছাড়া তার এক মাত্র ছেলে রিয়াদ(১৩) কে নজর আলী (নজরুল ইসলাম) (৫০) তার নিজ বাড়ির পাশের পুকুরের কুচুরি পানা পরিষ্কার করাছিলেন। আমি জানতে পেরে আমার ছেলে রিয়াদ কে পুকুর থেকে উঠিয়ে নিয়ে আসি, পরে আমি দোকান থেকে আসার সে সময় আমার পথ আটকে দাড়ায় নজরুল। আমায় অকথ্যভাষায় গালিগালাজ করে আমি নিষেধ করে আমার বাড়ি চলে আসি। পরে তার বউকে বিষয়টি জানাতে গেলে নজরুল আমায় কাঠের লাঠি দিয়ে আমার বেধম মারধর করে আমার পড়নের কাপর ধরে টানা হেচড়া করে তার গলার চেইন ছিনিয়ে নেয়। মারধরের এক পর্যায় ইছমত আরা বেগমের মা সালেহা বেগম ও শ্বাশুরী রাবেয়া বেগম এগিয়ে এলে তাদেরও মারধর করে। পরে আশে পাশের লোকজন এগিয়ে এলে আমাদের প্রান নাশের হুমকি দেয় নজরুল ইসলাম।
ভুক্তভোগী নারী আরো বলেন,বিবাদী নজরুল ইসলাম অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,পরিশেষে তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।
অভিযুক্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন,আমি আমার পুকুর পরিষ্কার করার জন্য অন্য লোক ঠিক করছিলাম,সে সময় ওরা চার জন ২ হাজার টাকার বিনিময়ে আমার পুকুর পরিষ্কার করে দিবে বললে আমি রাজি হই। কথা মতো ওরা সকালে পুকুর পরিষ্কার করতে শুরু করে। হঠাৎ রিয়াদের মা এসে পুকুর থেকে রিয়াদকে পরে আমি কেন নিয়ে গেছে সেটা জানতে চাইলে আমার সাথে অকথ্যভাষায় গালিগালাজ করে,পরে আমি রেগে এক পর্যায় রিয়াদের মাকে একটি চড় মারি। বিষয়টি গ্রামের মিমাংসা করে দিবে বলেছে গ্রামের গন্যমান্য ব্যাক্তিরা।
এ ব্যাপারে অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি ও অভিযোগের সত্যতাও পেয়েছি। চেয়ারম্যান আলতাফ হোসেন বলেছে বিষয়টি সে মিমাংসা করে দিবে, তা না হলে প্রসিকিউশন কেটে মামলার ব্যবস্থা নেওয়া হয়।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ