ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

তাড়াশে প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ৪:৫৮

সিরাজগঞ্জের তাড়াশে শিখবো সবাই প্রকল্প নিয়ে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে চ্যালেঞ্জ, সুযোগ, শিখন ও পরবর্তী পদক্ষেপ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর ২০২৩

গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  অধ্যক্ষ মো মনিরুজ্জামান মনি। এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান ,উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান , উপজেলা ইন্সট্রাক্টর মোহাম্মদ মনিরুজ্জামান খলিফা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান ,নির্বাচিত ১৫ টি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বৃন্দ, গ্রাম বিকাশ সংস্থার আরআরসি ম্যানেজার জমির আলী, সাইটসেভার্স এর ডিস্ট্রিক্ট কো-অডিনেটর মোঃ মনিরুজ্জামান এবং উল্লেখিত সভাটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার । উক্ত মতবিনিময় সভায় ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের স্লিপ রবাদ্দ থেকে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কে কি করেছেন তার উপর ভিত্তি করে প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর উপজেলা শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান তার বক্তব্যে বলেন শুধু ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই নয় বরং ১৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য স্লিপ বরাদ্দ রেখেছেন এবং এ বিষয়ে ইতিমধ্যে উপজেলা শিক্ষা অফিস থেকে চিঠি ইস্যু করেছেন। পাশিপাশি তালিকা ভূক্ত ১৫ টি বিদ্যালয়ে ২০২২-২০২৩ অর্থ বছরে যে বরাদ্দ রাখা হয়েছিল বর্তমান ২০২৩-২০২৪ অর্থবছরে বরাদ্দ বেশি রেখে নভেম্বর মাসের ২ সপ্তাহের মধ্যে উপজেলা শিক্ষা অফিসে জমা দেয়ার জন্য নিদের্শনা প্রদান করেন। এরপর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি তার বক্তব্যে বলেন অন্যান্য এনজিও গুলো যে কার্যক্রম বাস্তবায়িত করেছে বিগত দিনগুলোতে তাতে শুধু উপকারভোগীরা বিভ্রান্তই হয়েছে কিন্তু গণ উন্নয়ন কেন্দ্র এর বাস্তবায়িত কার্যক্রমে উপকারভোগীরা উপকৃত হচ্ছে এবং আগামী দিনে তাদের মাঠ পর্যায়ের সকল কাজে উপজেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন গণ উন্নয়ন কেন্দ্র এর বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে স্লিপ বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রাখা উদ্যোগ সত্যিই অসাধারণ এবং প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় ও তাদের উন্নয়নে যথাযথভাবে ব্যয় করার জন্য নিদের্শনা প্রদান করেন । পাশাপাশি যেসব বিদ্যালয়ের র‌্যাম নেই এবং প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রবেশ গমন অনিশ্চিত সেসব বিদ্যালয়গুলোতে প্রতিবন্ধীবান্ধব প্রবেশ গম্যতা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন এবং গণ উন্নয়ন কেন্দ্র ও সাইটসেভার্স কে আন্তরিক ধন্যবাদ দিয়ে সভায় কার্যক্রম শেষ করেন। সাইটসেভার্স এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত শিখবো সবাই প্রকল্পটি তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২টি ওপিডি সংগঠনের সক্ষমতা উন্নয়নে কাজ করে আসছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়