ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলে একটানা ৪০দিন জামাতে নামাজ পড়ে ৩৩ জন শিশু পুরষ্কার পেল সাইকেল


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১২-১১-২০২৩ দুপুর ১২:৭
টাঙ্গাইলে একটানা ৪০দিন জামাতে নামাজ আদায় করে ৩৩ জন শিশু পুরষ্কার পেল বাই সাইকেল। টাঙ্গাইল জেলা শহরের আদি টাঙ্গাইল ছাপড়া মসজিদ কর্তৃপক্ষ শিশু-কিশোরদের নামাজে আকৃষ্ট করতে বাইসাইকেল পুরষ্কারের ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণায় আকৃষ্ট হয়ে একটানা ৪০দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরষ্কার জিতে নিয়েছে আদি টাঙ্গাইল এলাকার  ৩৩ জন শিশু কিশোর। শুক্রবার (১০ নভেম্বর) বিকালে আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদের (ছাপড়া মসজিদ) ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ ইসমাইল হোসাইনের উদ্যোগে ওই মসজিদের পরিচালনা কমিটি এ পুরষ্কার প্রদান করেছে। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ সামাজিক-যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে এই আয়োজনকে এলাকার সবাই স্বাগত জানিয়েছেন। জানা যায়, মাস দেড়েক আগে মসজিদের ইমাম ঘোষণা দিয়েছিলেন ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরষ্কার দেওয়া হবে। স্থানীয় ৩৩ কিশোর ওই আহ্বানে সারা দিয়ে পুরষ্কার জিতে নিয়েছে। নামাজে অংশ নেওয়া রুলীন রাহাত, শিমরোজ হাসান শিহাদ, সাবিদ হোসেন'সহ অনেকেই জানায়, শুধুমাত্র পুরষ্কারের জন্য নয় বরং মহান আল্লাহকে সন্তষ্ট করতেই তারা নামাজ আদায় করেছে। তবে পুরষ্কারের ঘোষণা দেওয়ায় নামাজের প্রতি তাদের আগ্রহটা আরও বেড়ে যায়। তারা ধারাবাহিকভাবে নামাজ আদায় করবে বলেও জানায়। মসজিদের ইমাম মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, মূলত কিশোরদের নামাজের প্রতি আগ্রহ এবং যাতে কিশোররা নামাজ সহি-শুদ্ধভাবে শিখতে পারে সেই উদ্দেশে টানা ৪০দিন জামাতের সাথে নামাজ পড়ার ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর থেকে প্রায় ৭০ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করা শুরু করে। তারা ঠিকমত নামাজ আদায় করছে কিনা হিসাব রাখার জনপ্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেওয়া হতো। যদি কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকতো তখন তার গণনা বন্ধ করে দেওয়া হতো। প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়। নামাজের প্রতি মানুষকে আহ্বানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে।
পুরষ্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইছহাক উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক