ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

খাগড়াছড়িতে ব্যবসায়ী অপহরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৫-১১-২০২৩ দুপুর ৪:৪

 ব্যবসায়ী মো: সফিকুল ইসলাম রাসেল (২৭) অপহরণের প্রতিবাদ ও মুক্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। ৬দিন অতিবাহিত হওয়ার পরও সন্ধান না মিলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে রাসেলকে অক্ষত অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তির দাবিও জানানো হয়। 

বুধবার (১৫ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ৯টায় শহরের কল্যাণপুর রাস্তার মুখ থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে। অপহৃত রাসেলকে খাগড়াছড়ির কল্যাণপুরের বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ৫ ছেলে ১ মেয়ের মধ্যে সে তৃতীয়। সে পেশায় একজন ব্যবসায়ী। গত বৃহস্পতিবার (গত ৯ নভেম্বর ২০২৩) দুপুরের পর তাকে খাগড়াছড়ির আট মাইল এলাকার রুচি চন্দ্র কারবারীপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে দুস্কৃতিকারী। 

এসময় বক্তারা বলেন, গত ৯ নভেম্বর নয় মাইল বাগান দেখতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন শফিকুল ইসলাম রাসেল। এরপর থেকে আর ঘরে না ফেরায় বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নেয়া শুরু করেন পরিবারের সদস্যরা। কোন ধরণের যোগাযোগ না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয় পরিবারের পক্ষ থেকে। এর মধ্যেই শফিকুলের মোবাইল থেকে ফোন করে প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ নেয়ার পর থেকে আর যোগাযোগ করা যায়নি। 

এতে নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,খাগড়াছড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি সুমন আহমেদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব মাসম,নাগরিক  পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম মাসুদ,ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেলকে অক্ষত মুক্তির দাবী জানিয়ে প্রশাসনের কাছে জোর দাবী জানান স্থানীয়রা। পরিবারের পক্ষ থেকে অপহরণকারীদের দাবীকৃত মোটা অঙ্কের মুক্তিপন দেওয়ার পরও রাসেলকে ফেরত না দেওয়ায় তার পরিবার ও স্থানীয়রা উদ্বেগ-উৎকন্ঠা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত মুক্তি না দিলে কর্মসুচী থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হবে বলে সূত্র জানান। এ ঘটনার জন্য সে এলাকার নিয়ন্ত্রীনকারী পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠনকে দায়ী করেছে স্থানীয়রা। 

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত