ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে ব্যবসায়ী অপহরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৫-১১-২০২৩ দুপুর ৪:৪

 ব্যবসায়ী মো: সফিকুল ইসলাম রাসেল (২৭) অপহরণের প্রতিবাদ ও মুক্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। ৬দিন অতিবাহিত হওয়ার পরও সন্ধান না মিলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে রাসেলকে অক্ষত অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তির দাবিও জানানো হয়। 

বুধবার (১৫ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ৯টায় শহরের কল্যাণপুর রাস্তার মুখ থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে। অপহৃত রাসেলকে খাগড়াছড়ির কল্যাণপুরের বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ৫ ছেলে ১ মেয়ের মধ্যে সে তৃতীয়। সে পেশায় একজন ব্যবসায়ী। গত বৃহস্পতিবার (গত ৯ নভেম্বর ২০২৩) দুপুরের পর তাকে খাগড়াছড়ির আট মাইল এলাকার রুচি চন্দ্র কারবারীপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে দুস্কৃতিকারী। 

এসময় বক্তারা বলেন, গত ৯ নভেম্বর নয় মাইল বাগান দেখতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন শফিকুল ইসলাম রাসেল। এরপর থেকে আর ঘরে না ফেরায় বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নেয়া শুরু করেন পরিবারের সদস্যরা। কোন ধরণের যোগাযোগ না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয় পরিবারের পক্ষ থেকে। এর মধ্যেই শফিকুলের মোবাইল থেকে ফোন করে প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ নেয়ার পর থেকে আর যোগাযোগ করা যায়নি। 

এতে নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,খাগড়াছড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি সুমন আহমেদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব মাসম,নাগরিক  পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম মাসুদ,ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেলকে অক্ষত মুক্তির দাবী জানিয়ে প্রশাসনের কাছে জোর দাবী জানান স্থানীয়রা। পরিবারের পক্ষ থেকে অপহরণকারীদের দাবীকৃত মোটা অঙ্কের মুক্তিপন দেওয়ার পরও রাসেলকে ফেরত না দেওয়ায় তার পরিবার ও স্থানীয়রা উদ্বেগ-উৎকন্ঠা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত মুক্তি না দিলে কর্মসুচী থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হবে বলে সূত্র জানান। এ ঘটনার জন্য সে এলাকার নিয়ন্ত্রীনকারী পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠনকে দায়ী করেছে স্থানীয়রা। 

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন