প্রথমবারের মত র্যাংগস গুগল টিভি বাজারজাতকরণ করল র্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড
র্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড, যা সনি-র্যাংগস নাম বহুলভাবে পরিচিত, ঢাকার বাংলামোটর, সোনারতরী শোরুম -এ বাংলাদেশের বাজারে প্রথমবারের মত র্যাংগস গুগল টিভির আনুষ্ঠানিক বাজারজাত ঘোষণা করেছে।
র্যাংগস, বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে সেরা মানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে সকল পণ্যে টেকনোলোজিকাল এডভান্সমেন্ট নিশ্চিত করে যাচ্ছে সেবার শুরু দিনগুলো থেকেই। ১৯৮৭ সাল থেকে সাদাকালো র্যাংগস সিআরটি টিভি থেকে যাত্রা শুরু হয়ে এখন কালের আবহে র্যাংগস কালার টিভি, এলসিডি টিভি, এলইডি টিভি, 4K এলইডি টিভি, ভয়েস কন্ট্রোল টিভি, ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টিভি এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর মানসম্পন্ন। ১৭ ইঞ্চি টিভির স্ক্রিন সাইজ থেকে শুরু হয়ে এখন পৌঁছে গেছে ১০০ ইঞ্চির টিভির সাইজে। প্রথম বাংলাদেশী ব্র্যান্ড হিসেবেও যা প্রথম।
র্যাংগস গুগল টিভিতে পাচ্ছেন, আপনার পছন্দের সব স্ট্রিমিং কনটেন্ট, এক সাথে, একই স্ক্রিনে। প্রিয় মুভি, সিরিজ, লাইভ TV সহ আরও অনেক কনটেন্ট ব্রাউজ করুন খুব সহজে৷ ১০ হাজার অ্যাপ্লিকেশন থেকে আবিষ্কার করুন আপনার পছন্দের এন্টারটেইনমেন্ট কন্টেন্ট, র্যাংগস গুগল টিভিতে। পরিবারের প্রত্যেকের জন্য ব্যবহার করুন আলাদা প্রোফাইল এবং পেয়ে যান পছন্দসই পার্সোনালাইজড কন্টেন্ট। কিংবা গুগল এসিস্ট্যান্ট এ ভয়েস সার্চ করে খুঁজে নিন নতুন কন্টেন্টগুলো। আপনার পছন্দের মুভি কিংবা সিরিজ, লিস্টে সেইভ করে রাখুন এবং পরবর্তীতে পেয়ে যান গুগল টিভির ওয়াচ লিস্টে। কিংবা মোবাইলে দেখতে দেখতেই টিভিতে স্ক্রিন শেয়ার করুন গুগল ক্রোমকাস্ট দিয়ে, সহজেই।
র্যাংগস গুগল টিভির মডেলগুলো HD/4K পিকচার প্রসেসর, অসাধারণ কন্ট্রাস্ট, কালারের গভীরতাসমৃদ্ধ। আরো থাকছে Dolby Audio, অফিসিয়াল Android 11 অপারেটিং সিস্টেম, ২৬ বাটনের স্লিম স্মার্ট ভয়েস রিমোট কন্ট্রোল ও ন্যারো বেজেল এর আকর্ষণীয় ডিজাইন। র্যাংগস গুগল টিভি ইতোমধ্যে র্যাংগস ইলেকট্রনিক্স এর দেশব্যাপি সকল শোরুম ও অনলাইন স্টোর -এ পাওয়া যাচ্ছে। থাকছে ৫ বছরের জন্য সার্ভিস, ৩ বছরের প্যানেল সহ ২ বছরের পার্টস এর ওয়ারেন্টি।
র্যাংগস ইলেক্ট্রনিক্স এর সম্মানিত ভাইস চেয়ারপার্সন, মিসেস সাচিমি হোসেন; সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, মি. একরাম হোসেন এবং সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মিস বিনাস হোসেন যৌথভাবে র্যাংগস গুগল টিভির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। (বিজ্ঞপ্তি)
Sunny / Sunny
‘সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে থাকবে বিএনপিঃ ডা. হারুন আল রশীদ
স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসি চিত্রায়ণ হয়েছে বিএফডিসিতে
নাক, কান, গলা ইন্সটিটিউটে 'হেড নেক ক্যান্সার কংগ্রেস' শুরু,
পরিবর্তন হচ্ছে বেবিচক আইন : সব ক্ষমতা যাচ্ছে মন্ত্রণালয়ের হাতে
উত্তরা প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি প্রক্টরিয়াল টিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
সিলেটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ
সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- এর সার্টিফিকেশন অর্জন
সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল নিয়ে গুজব: বিজিবির প্রতিবাদ