ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ইউপিডিএফ সদস্য হত্যা মামলার সন্দেহভাজন অভিযুক্ত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ১:২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজাতীয় সন্ত্রীরা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে অবৈধ ভাবে অস্ত্র আনছে। নির্বাচনের পরিস্থিতি অস্থিরতাবিরাজের জন্য এই অস্ত্র আনছে বলে জানা যায়। রাঙামাটি শহরে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় ভারতীয় আইডি কার্ডধারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি জেএসএস এর সক্রিয় সদস্য এবং কোম্পানী কমান্ডার। তার নাম- শান্তিময় চাকমা। কিন্তু একেক জায়গায় একেক নামে চিনে তাকে। তার দলীয় লোকজন তাকে শ্যামল চাকমা নামে চিনলেও ভারতে তার নাম আশিস কুমার চাকমা। তিনি রাঙামাটি জেলার বাঘাইছড়ির সারোয়াতলীর বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের কে কে রায় সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জেএসএস’র সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য এবং কোম্পানী কমান্ডার পদে দায়িত্ব পালন করতো। তিনি প্রায় সময় ভারতে আসা-যাওয়া করতেন। জেএসএস এর সক্রিয় গ্রুপে তিনি শ্যামল চাকমা এবং ভারতে তিনি আশিষ চাকমা নামে পরিচয় বহন করতেন। আটকের পর তার কাছে থাকা ভারতীয় এনআইডি, ভোটার কার্ডসহ ও ব্যাংক ডকুমেন্টসহ নানা তথ্য থেকে এটা নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্রটি জানিয়েছে, আটককৃত ব্যক্তির নামে ভারতের বিভিন্ন ব্যাংকে একাউন্ট রয়েছে এবং সেখানের নাগরিকত্ব রয়েছে তার। এছাড়াও উক্ত ব্যক্তি ভারত থেকে সীমান্ত দিয়ে আঞ্চলিকদলের জন্য অস্ত্র আনা নেওয়ার দায়িত্ব পালন করে।

জিজ্ঞাসাবাদ শেষে রাঙামাটিতে পিসিজেএসএস (সন্তু) গ্রুপ কর্তৃক এক ইউপিডিএফ (প্রসীত) সদস্যকে হত্যা পরবর্তী মামলা রজু হওয়া একটি মামলায় আটক দেখানো হয়।

স্থানীয়রা জানিয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ভারতে পলাতক থাকা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর সন্ত্রাসীদের এবং দ্বৈত নাগরিকত্বের আড়ালে সেদেশে অবস্থান করা বাংলাদেশীদের পার্বত্য চট্টগ্রামে আনাগোনা বেড়ে গেছে।

উল্লেখ্য, গত ১৪ মে ২০২৩ তারিখে ৮.৪৫ ঘটিকায় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানিকছড়ির ছক্রাছড়া এলাকায় (মানিকছড়ি এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উত্তর পাশে) পিসিজেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ (প্রসীত) সদস্য রূপান্ত চাকমা ওরফে লেজা (৪৭), পিতা- লক্ষ্মী চন্দ্র চাকমা, গ্রাম- শিমুলতলী, ৮নং ওয়ার্ড, মেরুং ইউপি, দীঘিনালা, খাগড়াছড়িকে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়।

এ ঘটনায় গত ১৪মে ২০২৩, আনুমানিক রাত ১১.৪৫ ঘটিকায় উক্ত মৃতের স্ত্রী সোনালী চাকমা(৩৮), পিতা- শান্তি বিলাশ চাকমা খাগড়াছড়ি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে কোতোয়ালী থানায় একটি অজ্ঞাতনামা মামলা রজু করা হয়। পরে এই মামলায় সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে তাকে আটক দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জেএসএসের সন্ত্রাসরা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, এলাকার মানুষকে হয়রানিসহ অপহরণ, খুন, গুম করছে প্রতিনিয়ত। এখন পার্বত্য চট্টগ্রামে জেএসএস সন্ত্রাসীরা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তাবাহিনীর অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করা প্রয়োজন।

 

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত