দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের জের
ঘুষ নেওয়ার বিট কর্মকর্তা হারুন রশিদ বেপারি শাস্তিমূলক বদলি জোয়ারিয়ানালা সদর বিটে
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন বাঁকখালী রেঞ্জের কচ্ছপিয়া বিট কর্মকর্তা হারুণ রশিদ বেপারি বিরুদ্ধে ঘুষ গ্রহণের বিষয়ে অনুসন্ধানী দৈনিক সকালের সময় একটি সংবাদ প্রকাশিত হয় । নিউজের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত কচ্ছপিয়া বিট কর্মকর্তাকে ক্লোজ করে জোয়ারিয়ানালা রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। জোয়ারিয়ানালা সদর বিট কর্মকর্তা হিসেবে দায়িত্বে দেওয়া হয়।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০০৪ এর বদলির নীতিমালা মোতাবেক সার্কেল ৫ বছর ও ২ বছর পর বদলে যোগ্য আইন করা হলেও ফরেস্টার হারুন রশিদ বেপারি ক্ষেত্রে। কক্সবাজার উত্তর বন বিভাগের বাঁকখালী রেঞ্জে আওয়াধীন কচ্ছপিয়া বিট রয়েছেন তিনি অর্ধযুগেরও বেশি। সূত্রমতে গত ৫ নভেম্বর চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক কার্যালয় থেকে তাকে জোয়ারিনালা রেঞ্জে সদর বিটে বদলী নিয়োগ করা হয়।
এদিকে অভিযোগ মিথ্যা প্রমাণিত ও বদলী ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে হারুন রশিদ বেপারি। অভিযোগ সূত্রে জানা যায়,বিট কর্মকর্তা হারুন রশিদ বেপারি ছয় মাস আগে কচ্ছপিয়া বিটে যোগদান করেন। যোগদানের পর থেকে বন বিভাগের সামাজিক বনায়ন গাছ কেটে ইটের দালান তৈরি, জমি দখলদার,পাহাড় খেকো,গাছ পাচার সিন্ডিকেট, জবর দখলকারীদের কাছ দৈনিক চাঁদা আদায় করতো।
সম্প্রতি কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া ঘোনা পাড়া এলাকায় মৃত আবুল হোসেন পুত মোঃ আব্বাস মৃত সোলতান আহম্মেদ পুত্র আবু মৃত আব্দুল জলিল পুত্র আমির হোসেন,মৃত বদরুজ্জামান ছেলে নুরুল কবির, মোহাম্মদ ছবি পুত্র মনির আহম্মদ তাদের বসতবাড়ি করতে গেলে মোটা অংকের টাকা দাবি করেন বিট কর্মকর্তা হারুন রশিদ বেপারি। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বন বিভাগের উর্ধ্বতন কর্মকতা এনে উচ্ছেদের ভয়ভীতি প্রদর্শন করে।
স্থানীয় আবু অভিযোগ করে বলেন,মাথা গোঁজার ঠাঁই হিসেবে বসতবাড়ি করতে চাইলে অভিযুক্ত বিট কর্মকর্তা হারুণ রশিদ পূনরায় তার কাছে এসে সাংবাদিকে ম্যানেজ করার কথা বলে নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে। পরে বিট কর্মকর্তার নেতৃত্বে একদল বন প্রহরী ভুক্তভোগী বাড়ি উচ্ছেদ করতে গেলে ঘুষ গ্রহণের বিষয়টি জানাজানি হয়৷
এক পর্যায়ে উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করলে বিট কর্মকর্তা হারুনকে প্রত্যাহার করে জোয়ারিনালা রেঞ্জে সদর বিটে নিয়ে যায়। সে থেকে অভিযোগ মিথ্যা প্রমাণিত এবং বদলী ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে হারুন রশিদ। স্থানীয়রা অভিযুক্ত বিট কর্মকর্তা হারুন রশিদকে প্রত্যাহারের দাবি জানান ।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বিট কর্মকর্তা হারুন রশিদ বেপারি বলেন, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার অনৈতিক কর্মকান্ডে বাধা দেওয়ায় সবাই মিলে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঘুষ গ্রহণের বিষয়টি সত্য নয় বলে দাবি করেন।
এই বিষয়ে বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান জানান, হারুন রশিদে বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জেয়ারিয়ানালা সদর বিট থেকে সরিয়ে নিয়েছে।
এ বিষয়ে জানতে কক্সবাজার উত্তর বন বিভাগের এসিএফ প্রান্তোষ রায় বলেন, অভিযোগ দিয়েছে বলে খবর পেয়েছি, কিন্তু অফিসে অভিযোগের কপি পাওয়া যায়নি। বিষয়টি তিনি অবগত আছেন জানিয়ে আরো বলেন, ঘটনাটি তদন্তধীন রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বর্তমান বাঁকখালী রেঞ্জে আওতাধীন কচ্ছপিয়া বিট কর্মকর্তা হারুন রশিদ বেপারি কচ্ছপিয়া বিটে কর্মরত থাকাকালীন সংরক্ষিত বন ভূমিতে ইটের দালান তৈরি ও রক্ষিত বনাঞ্চল ধ্বংস করে সরকারী কোটি কোটি টাকার গাছ পাচারে সহযোগীতা করেছে।
উল্লেখ্য ডিএফও’র রিলিজ আদেশ পাবার পরও কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া প্রতি বাড়ি থেকে ১০হাজার করে ১ লক্ষ টাকা পর্যন্ত আদায় করেছেন বলে সংশ্লিষ্ট মহলে অভিযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন
এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান
বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপচার
তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া
ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা
বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান
ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা
নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়
কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান
বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার
ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ