ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সংসদ নির্বাচনে জনপ্রিয়তা যাচাইয়ে সাপোর্ট সাহাবুদ্দিন চঞ্চল


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৭-১১-২০২৩ বিকাল ৫:৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ (হরিরামপুর-সিংগাইর-সদরের একাংশ) আসনে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য গত ১৭ ই নভেম্বর ফেসবুক পোষ্ট করেছেন- 'সাপোর্ট সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল?'

মানিকগঞ্জ ২ আসনের প্রয়াত সংসদ সদস্য সামসুদ্দির আহমেদ এর পুত্র বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্র, হরিরামপুর উপজেলার ভেলাবাদ গ্রামের সন্তান সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল।

তার ফেসবুক স্ট্যাটাসে ইতিবাচক সাড়াও মিলেছে। এরই মধ্যে জনগণের টাকায় নৌকার নমিনেশন ফরম কিনবেন বলে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, তা পুরণ হয়ে গেছে, আর নৌকার নমিনেশনও কিনেছিলেন সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল। এছারাও সাহাবুদ্দিন আহমেদ চঞ্চলের জন্য জেলা,উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতারাও কমেন্টসে,শুভেচ্ছা অভিনন্দন, প্রকাশ্যে কাজ করা, সহযোগিতাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় বিভিন্ন ইসুতে অতীতের মত তার পাশে থাকবেন বলেও পোষ্টের কমেন্টসে দেখা গেছে। কেউ কেউ আবার বিদ্রোহী কবির লেখা লিখে চঞ্চলের লেখাগুলো শেয়ার করছেন ব্যাক্তিগত ওয়ালে। একজন লিখে তার ওয়ালে শেয়ার করেছেন-

``তরুণ তাপস! নব শক্তিরে জাগায়ে তোল।

করুণার নয়-ভয়ঙ্করীর দুয়ার খোল।

নাগিনী-দশনা রণরঙ্গিনী শস্ত্রকর

তোর দেশ-মাতা, তাহারি পতাকা তুলিয়া ধর।’’

--- কাজী নজরুল ইসলাম

শুভ কামনা রইলো ভাই

Shahabuddin Ahmed 🖤

 

সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল তার ফেসবুক পোষ্টের মাধম্যে প্রশংসার জোয়ারে ভাসছেন তরুন এই নেতা। মাঠে,ঘাটে,দিনমজুর,শ্রমিক,চায়ের দোকানসহ অনেকেই এখন সাহাবুদ্দিন আহমেদ চঞ্চলের আলোচনা ও প্রশংসায় প্রচারনাও চালাচ্ছেন।

সাহাবুদ্দিন আহমেদ চঞ্চলের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন-

সাপোর্ট সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল ?

শুভেচ্ছা নিবেন। কয়েকজন সিনিয়র ভাই, বন্ধু ও ছোট ভাইদের চাপে এবং পরিবার ও এলাকার কয়েকজন বয়োজ্যেষ্ঠদের অনুপ্রেরণায় আমি সামনে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর আগে আমি নিজেকে একটু পরখ করে দেখবো । এই আবেদন করার জন্য ৫০ হাজার টাকা লাগবে, তা আমি আমার ১০০ জন শুভাকাঙ্ক্ষী থেকে চেয়ে নিতে চাই। জানি অনেকেই হয়তো পুরো টাকাটা দেয়ার সামর্থ্য ও আগ্রহ রাখেন। কিন্তু আমি ঠিক ৫০০ করেই চাচ্ছি। যদি আপনি এর বাইরে আরো কিছু করতে চান তবে আমার শুভাকাঙ্ক্ষীদের নিকট বার্তাটি পৌঁছে দিন। বিষয়টি সহজ ও সুন্দর ভাবে নিবেন প্লিজ । আমার প্রতি আপনাদের ভালোবাসা বজায় থাকুক, আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি, বিশ্বাস অটুট রাখতে পারি সেই দোয়া রাখবেন।  আপনাদের সমর্থন , পরামর্শ ও সহযোগিতার জন্য কমেন্টে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। 

বি.দ্র - যদি ১০০ জনের সাপোর্ট পাই ২১ তারিখ সকাল ১১ টায় মনোনয়ন ফরম সংগ্রহ করবো ইনশাআল্লাহ। এই ষ্টেটাস লিখতে দেখে আমার সহধর্মিণী ৫০০ টাকা দিয়ে বললো - এটা রাখো , ওতো চিন্তা কইরো না ! তাহলে আর ৯৯ জন বাকি । পুরন হয়ে গেলে জানিয়ে দেবো, তারপর না হয় সাপোর্ট দিবেন অন্য কোনো ভাবে , মানসিক সাপোর্ট বরাবরই চাই। যে কোনো সময় যে কোনো ধরনের প্রয়োজনে ডাকবেন, কারণ আমি রাজনীতি করি - মানুষের জন্য ই ! 

জয় বাংলা।

 

এরই মধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্রে মানিকগঞ্জ ২ আসনে টানা দুইবারের নির্বাচিত নৌকার প্রতীক পান কন্ঠ শিল্পী মমতাজ বেগম।

পরিশেষে সাহাবুদ্দির আহমেদ চঞ্চল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবেন বলেও গোপন সুত্রে জানা গেছে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোগগ্রহণ হবে ৭ জানুয়ারী। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত।

উল্লেখ্য যে, সাহাবুদ্দিন আহমেদ চঞ্চলের রাজনৈতিক পরিচয়ঃ

কার্যকরী সদস্য 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ(বর্তমান);

সাবেক সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ(২০১৯-২০২২);

সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ(২০১৯-২০২২);

সাবেক গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ(২০১১-২০১৫);

সাবেক যুগ্ম-সাঃ সাধারণ, জিয়া হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়(২০১০-২০১২);

সাবেক কার্যকরী সদস্য, জিয়া হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়(২০০৪-২০১০)

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী