দিনব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের সচেতনতামূলক সেফগার্ডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের সচেতনতামূলক স্ব-সহায়ক দলের সদস্যসহ সেফগার্ডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর সোমবার সকালে সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থার কার্যালয়ে উক্ত প্রশিক্ষণে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার একে এম মনিরুজ্জামান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রোকসানা খাতুন রপা । প্রকল্প ব্যবস্থাপক মো: আতাউর রহমান সরকার দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন । উল্লেখিত সেফগার্ডিং প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ওপিডি এনগেজমেন্ট অফিসার,এডিডি ইন্টারন্যাশনাল মো: মোস্তাক আহমেদ । উক্ত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার কে এম মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন প্রশিক্ষণ টি আয়োজন এবং অংশীগণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান ও সেই সাথে প্রতিবন্ধী সংগঠনের তথা প্রতিবন্ধী মানুষের সুরক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন পাশাপাশি প্রতিবন্ধী মানুষের সুবর্ণ কার্ড প্রাপ্তি, ভাতা প্রাপ্তি এছাড়াও কেউ যদি প্রতারণার সম্মুখীন হয় সে বিষয়ে সচেষ্ট থাকবেন। শুধু তাই নয় প্রতিবন্ধী মানুষ যদি নির্যাতনের শিকার হয় সে বিষয়েও পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রতিবন্ধী মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস প্রদান করেন।এরপর পৌর কাউন্সিলর রোকসানা রুপা তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকারের অধিনে সকল ধরনের সুযোগ-সুবিধা এবং প্রতিবন্ধী মানুষের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও প্রশিক্ষন সঞ্চালনাকারী মো: মোস্তাক আহমেদ তার সেশন গুলোতে প্রতিবন্ধী মানুষের সুরক্ষার বিষয় গুলো সম্পর্কে সুন্দরভাবে অবগত করেন। তার আলোচনায় সুরক্ষার পলিসি/ সুরক্ষার নীতিমালা নিয়ে বিশদভাবে দিনব্যাপী আলোচনা করেন। পাশাপাশি কোথায় কোথায় গেলে ওপিডি সদস্যরা আইনি সহায়তা পাবেন সে বিষয়গুলি সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান করেন। প্রশিক্ষণে ওপিডি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্ব-সহায়ক গ্রুপ থেকে ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তি উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।এছাড়াও উক্ত প্রশিক্ষনে মো: মনিরুজ্জামান, জেলা সমন্বয়কারী সাইটসেভার্স এবং, নীলা জামান, ইনক্লুসিভ এডুকেশন অফিসার প্রমূখ উপস্থিত ছিলেন। গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত ও সাইটসেভার্স এর সহযোগিতায় তাড়াশ উপজেলায় ১৫ টি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও ২টি ওপিডি সংগঠনের সক্ষমতা উন্নয়নে কাজ করে আসছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন