ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নোয়াখালীর ৬টি আসনে ৫৮ মনোনয়নপত্র জমা


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১-১২-২০২৩ দুপুর ১১:৭

মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এসব মনোনয়ন দাখিল করা হয়।৫৫ মনোনয়নপত্রের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৬, জাতীয় পার্টি ৫, জাসদ ৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৫, জাকের পার্টি ৪, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩, গণফ্রন্ট ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১, তরিকত ফেডারেশন ১, বাংলাদেশ কংগ্রেস ১, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ১, কল্যা পার্টি ১, বাংলাদেশ সাম্যবাদী দল ১, বিকল্পধারা বাংলাদেশ ১, গণতন্ত্রী পার্টি ১, এনপিপি ১ এবং স্বতন্ত্র হিসেবে ১৭ জন মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষদিন পর্যন্ত বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৫৫ জন তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। এবার তাদের দাখিল করা মনোনয়ন ফরমগুলো যাচাই-বাছাই করা হবে। এখন পর্যন্ত জেলার ৬টি আসনেই নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে।

নোয়াখালী-১:
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, গণফ্রন্টের মো. খোরশেদ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হারুন অর রশিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ শাহ আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মমিনুল ইসলাম, তরিকত ফেডারেশনের এ কে এম সেলিম ভূঁইয়া, জাকের পার্টির মোঃ মোশারফ হোসেন, বাংলাদেশ কংগ্রেসের আবু নাছর ওয়াহেদ ফারুক।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন- প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাইদ মোঃ তুষার ও খন্দকার আর আমিন।

নোয়াখালী-২:
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নাইমুল আহসান, জাকের পার্টির এ টি এম হোসেন হায়দার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুক্তিজোটের রবিউল হোসাইন, জাতীয় পার্টির তালেবুজ্জামান, কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া মাণিক , আবু জাফর টিপু, এস এম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন বাবর, আবদুস সাত্তার।

নোয়াখালী-৩:
 এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ, বাংলাদেশ সাম্যবাদী দলের মহিউদ্দিন, জাতীয় পার্টির ফজলে এলাহী সোহাগ, জাকের পার্টির মুহাম্মদ বাহার উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জয়নাল আবদীন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ সুমন আল হোসাইন ভূঁইয়া।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন- সাবেক সেনা প্রধান জেনারেল  মঈন ইউ আহমেদের ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, জেনারেল আকবরের ছোট ভাই ও চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল , নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এ বি এম জাফর উল্যাহ, আবুল কাশেম ও মো. মনিরুল ইসলাম।

নোয়াখালী-৪: এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও লক্ষ্মীপুরে রামগতি - কমল নগর মোড়ে আসনের বর্তমান সংসদ সদস্য মেজর (অব) আবদুল মন্নান, জাকের পার্টির মোঃ সোহরাব উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এস এম রহিম উল্যাহ, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ, গণতন্ত্রী পার্টির সারওয়ার ই দীন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুল আলীম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জিহাদ চৌধুরী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন- আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শিহাব উদ্দিন শাহিন।নোয়াখালী-৫:এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী   ওবায়দুল কাদের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামছুদ্দোহা, জাতীয় পার্টির ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মোহাম্মদ মকছেদুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

নোয়াখালী-৬:এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, জাতীয় পার্টির মুশফিকুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো।। মোজাম্মেল হক, এনপিপির তারিকুল ইসলাম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলীর স্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও মো. আমীরুল ইসলাম।

এমএসএম / এমএসএম

শালিখায় তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বীজ কিনে প্রতারণার শিকার কৃষক শফিকুলের ১০ বিঘার ধানে চিটা

শিবচরে হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

শাজাহানপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ব্রহ্মপুত্র তীরের কাশফুলের খর: অর্থনৈতিক উৎসে পরিণত

ধামইরহাটে জর্ডানে নারী কর্মী পাঠাতে প্রশাসনের উদ্যোগে কর্মশালা ও জব ফেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে ৭৮ লাখ চক্ষু পরীক্ষা ও ৪৫ লাখ লোকের চিকিৎসা করেছে অরবিস