ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সিলেটের উন্নয়নে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের নাম মাইলফলক হয়ে থাকবে


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ১:৫০

পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে নিজে অংশগ্রহণ নিশ্চিত করেন। তার আগে তিনি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ কে আবদুল মোমেন দক্ষিণ এশিয়ায় সুপরিচিত কূটনৈতিক ব্যাক্তিত্বের একজন। তিনি বাংলাদেশের বিভাগীয় শহর সিলেট অঞ্চল থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করে ২০১৯ সালে গঠিত বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্য হন। দ্বায়িত্ব পালন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। গুরুত্বপূর্ণ এই দ্বায়িত্বের পাশাপাশি তিনি নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের দ্বায়িত্ব নেন।

সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণে ইতোমধ্যেই তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ১৭০০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা- সিলেট ২১০ কি.মি মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও সিলেটে-কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক ৪ (চার) লেনের মহাসড়কে উন্নীতকরণের কাজ পুরোদমে চলছে। এদিকে সিলেট-সুনামগঞ্জ রোডে আম্বরখানা-টুকেরবাজার সড়ক ৪ লেনে উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সিলেট- তামাবিল সড়ক ৬ (ছয়) লেনে উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাবে পরিণত করতে এ কে আবদুল মোমেনের প্রচেষ্টায় প্রায় ৩০০০ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটির অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের কাজ চলছে। তার নির্বাচনী এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ ৫০ বছর পর সুরমাসহ আরও ৭৪ টি নদী খনন ও তীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকা এবং সিলেট সদর উপজেলা ও তার আশেপাশের মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধির লক্ষে এ কে আবদুল মোমেনের প্রচেষ্টায় সিলেটে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রায় ৮০ একর জায়গায় স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কার্যক্রম চলছে। শীঘ্রই উদ্বোধনের পথে রয়েছে সিলেটবাসীর অধিকতর চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। বিভাগীয় শহরটিতে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিকাশে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ১০ তলা বিশিষ্ট আধুনিক আউটডোর কমপ্লেক্স স্থাপন করা হয়েছে এবং ১৮ তলা বিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হ্রদরোগ চিকিৎসাকেন্দ্রের নির্মাণ কাজ চলছে ও আইসিইউ ইউনিটের সংখ্যা ৩ টি থেকে ৩০ টিতে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। পাশাপাশি শহীদ শামসুদ্দিন মা ও শিশু হাসপাতালে আধুনিক সুযোগ সুবিধা যোগ করে বিশেষায়িত কোভিড হাসপাতালে রূপ দেওয়া হয়েছে। তার নির্বাচনী আসনের নাগরিক সুবিধার পরিধি বৃদ্ধির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টায় সিটি করপোরেশনের আয়তন ২৬.৫ বর্গকি.মি হতে ৭৯.৫ বর্গকি.মি তে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এছাড়াও সিলেট নগরীর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১২২৮ টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং সিলেটে দৃষ্টিনন্দন ও আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। 

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম.সি কলেজে 0৫ তলা বিশিষ্ট একাডেমিক কাম পরীক্ষা ভবন, ১০০ সিট বিশিষ্ট ছাত্রী নিবাস, ১০০ সিট বিশিষ্ট ছাত্রাবাস ও ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, চা শ্রমিকদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিতকরণকে অগ্রাধিকার দিয়ে লাক্কাতুরায় আধুনিক সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও সিলেটে বিভিন্ন স্কুল কলেজে নতুন ভবন নির্মাণ ও উর্ধ্বমুখি সম্প্রসারণের কর্মসূচি সম্পন্ন হয়েছে। সিলেটের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার কমপ্লেক্সকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে নির্মাণ করা হয়েছে। নগরবাসীর কবরস্থানের সংকট নিরসনে হযরত মানিক পীর (রহ.) কবরস্থান ৩০০০ এর বেশি কবর দেওয়ার উপযোগী করার কার্যক্রম চলমান রয়েছে।

স্মার্ট সিলেট সিটি গঠনের লক্ষ্যে নগরীকে দৃশ্যমান তারবিহীন করার প্রকল্প ও রাত্রিকালীন নগরীকে আলোকিত রাখতে শহরজুড়ে এলইডি লাইট বসানোর কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে সিলেটকে যানজটমুক্ত রাখতে নগরীর চারপাশে রিংরোড নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। নাগরিক সুবিধা আরো একটি ধাপ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ওয়াসা গঠন করা হয়েছে যার সেবা অতি শীঘ্রই শুরু হবে। সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার সমূহের উন্নয়নকল্পে একাধিক উন্নয়ন পরিকল্পনা চলমান রয়েছে। সিলেটে খেলার মাঠ ও পুকুর দিনে দিনে উধাও হয়েছে। ১টি মাঠ ও ২ টি পুকুর উদ্ধার করা হয়েছে। এবং আরও ২টি মাঠ নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সিলেটের উন্নয়নের ব্যাপকতা পর্যালোচনায় দেখাযায় সিটি কর্পোরেশনে নতুন সংযোজিত ১৫ টি ওয়ার্ডের উন্নয়নে ১৪৬০ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদিত হয়েছে।

এমএসএম / এমএসএম

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

লাকসামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে ধান ক্ষেত নষ্ট করলো প্রতিপক্ষ

তানোরে প্রথম মাচায় তরমুজ চাষে খাইরুল জাকিরের সাফল্য

আর্টিস্টস গ্রুপের অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

অপরাধ দমনে আপনাদের সবার সহযোগিতা চাই.. ওসি শফিকুল ইসলাম

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত