ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

তাড়াশে প্রতিবন্ধী দিবস পালিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ১:৫৬

সিরাজগঞ্জের তাড়াশে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর রবিবার  সকালে উপজেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে গন উন্নয়ন কেন্দ্র (জিইউকে),পরিবর্তন,আরইপিডি,এসপিএএস,তাহিরা হক প্রতিবন্ধী বিদ্যা নিকেতন,দোবিলা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়,পিএনএএফ, গ্রাম বিকাশ সংস্থা এবং সাইটসেভারস এর সহযোগীতায়  “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন-নিশ্চিত করবে এসডিজি অর্জন” এ দিবসের প্রতিপাদ্য নিয়ে  র‌্যালী, আলোচনা সভা ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরনের আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ হাসান এর সভাপতিত্বে এ দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর সভার মেয়র আব্দুর রাজ্জাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন, শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান , সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, গন উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান, পরিবর্তনের পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, পৌর কাউন্সেলর বৃন্দ এবং বিভিন্ন সংগঠন ও স্কুল প্রতিষ্ঠানের প্রধানগন। এ দিবস উপলক্ষে উপস্থিত সকল অতিথিদের অংশগ্রহনে  ও ব্যান্ড পার্টি দলের ঝংকার বাদ্য নিয়ে উপজেলা চত্বর থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় স্বাগত বক্ত্য দেন উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সরকারের সকল কার্যক্রম স্মার্ট হয়েছে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী জনগোষ্ঠীর সকল ব্যক্তিদের সমাজের মুলস্ত্রোতধারায় অন্তর্ভূক্ত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আগামীতে এই প্রতিবন্ধী ব্যক্তিদের স্মার্ট নাগরিক হিসেবে পরিনত করবে ইনশাল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান। জানা গেছে, গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত ও সাইটসেভার্স এর সহযোগিতায় তাড়াশ উপজেলায় ১৫ টি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও ২টি ওপিডি সংগঠনের সক্ষমতা উন্নয়নে সক্রিয় কাজ করছে। এই অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩শ প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহন করেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়