ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

হেদায়েত তুর্কী-রিংকু শেখ জুটির এগার নাটক


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ৪:২৪

সম্প্রতি বাংলা নাটকে জুটি বদ্ধ হয়ে এগারটি নাটকে অভিনয় করেছেন অভিনেতা হেদায়েত তুর্কী এবং অভিনেত্রী রিংকু শেখ। মালয়েশিয়ার বিশ্ববিখ্যাত কসমেটিক ব্রান্ড ফলোমি' র বিজ্ঞাপনে প্রথম  তাঁরা একসাথে জুটি বদ্ধ হয়ে কাজ করেন।

একক নাটকগুলো হলো রিন্টু পারভেজ এর প্রেম করতে মানা, ছোট বউ, এস এম আইয়ুব আলী'র মায়ের অভিশাপ, আজিম খান এর নায়িকার জুতা, ওরে দুষ্ট, হারুন আর রশীদ প্রিন্স এর বাটপার কন্ট্রাক্টর, মতিন রহমান এর বউ রাখিয়া বিদেশ যাইও না।

ধারাবাহিক নাটকগুলো হলো সাদেক সিদ্দিকী'র সিনেমার মানুষেরা, উত্তম অধিকারী'র মহা নবমী, আজিম খান এর চিকিৎসা বিভ্রাট, মামা ভাগনে জেন্টেলম্যান।  আগামীতে তাদের জুটি বদ্ধ হয়ে বেশ কয়েকটি একক এবং ধারাবাহিক নাটকের শুটিং রয়েছে।

এমএসএম / এমএসএম