ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হাথুরুসিংহে


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৫-১২-২০২৩ বিকাল ৫:৪

সিলেট টেস্টে দারুণ অধিনায়কত্ব করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো টেস্টে অধিনায়কত্ব করতে নেমেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে ১৫০ রানের দারুণ জয় এনে দিয়েছেন তিনি। এমনকি ব্যাট হাতেও পারফর্ম করেছেন। প্রথম ইনিংসে মাত্র ৩৭ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৯৮ বলে ১০৫ রানের দায়িত্বশীল ইনিংস। এ ছাড়া অনেক সময় অপ্রথাগত ফিল্ডিং সাজিয়েও সফল হয়েছেন তিনি। তার বোলিং পরিবর্তনও ছিল দেখার মতো।

যাকে যখনই বোলিংয়ে এনেছেন তখনই সফল হয়েছেন। প্রথম ইনিংসে গ্লেন ফিলিপস যখন জেঁকে বসেছিলেন। তখন তিনি বল তুলে দিয়েছিলেন মুমিনুল হকের হাতে। এসেই পেয়েছেন সাফল্য। এরপর ইনিংসের শেষদিকে আরও দুই উইকেট পেয়েছিলেন মুমিনুল।এমন অনেক কিছুই বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের চোখে পড়েছে। তিনি শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হয়েছেন। সাকিব আল হাসান যদি নেতৃত্ব ছাড়েন তাহলে নতুন অধিনায়ক হওয়ার দোড়ে শান্তকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন হাথুরুসিংহে।
ঢাকা টেস্টের আগে তিনি বলেছেন, 'অধিনায়কত্ব ও নেতৃত্ব দুটি ভিন্ন জিনিস। শান্তর অধিনায়কত্ব দারুণ ছিল। কৌশলগতভাবে সে ভালো করেছে। প্রায় পুরো ম্যাচেই সে একধাপ এগিয়ে ছিল। তার ফিল্ডিং সাজানোও দুর্দান্ত ছিল। কখনও অপ্রথাগত কিন্তু খুবই কার্যকরী ফিল্ডিং সাজিয়েছে সে। তার নেতৃত্ব অসাধারণ ছিল।

শান্তকে অধিনায়ক করার বিষয়টি বোর্ডের সিদ্ধান্ত ছিল বলে জানালেন হাথুরুসিংহে। স্থায়ী অধিনায়ক হিসেবে তাকে নিয়োগ দেয়া হবে কিনা এই বিষয়টি ম্যানেজমেন্টের ওপরই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ। সঠিক সময়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

হাথুরুসিংহে বলেন, সে নিজের পারফরম্যান্স দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে সম্মান আদায় করে নিয়েছে এবং নিজের মান ধরে রেখেছে। আমি মনে করি সামনে তার লম্বা ভবিষ্যৎ আছে। তাকে অধিনায়ক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বোর্ডের। সঠিক সময়ে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অবশ্যই সে শক্ত প্রতিদ্বন্দ্বী।

এমএসএম / এমএসএম

অনারম্বর আনুষ্ঠানিকতায় ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

হামজাকে অধিনায়ক ও দলে মনোবিদ নিয়োগের পরামর্শ আমিনুলের

যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের

ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

চোটে ছিটকে গেলেন হ্যারি কেইন

নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

‘৫০ রান কম করেছি’, ম্যাচ হারের পর হৃদয়

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর