বাউবি‘র হাইমচরে তথ্য অধিকার সম্পর্কিত জনঅবহিতকরণ বিষয়ক উঠান বৈঠক
চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চলমান প্রোগ্রামসমূহের প্রমোশনাল কার্যক্রম এবং অধিকার সম্পর্কিত জনঅবহিতকরণ উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে হাইমচর সরকারী ডিগ্রি কলেজে জমকালো ও মনমুগ্ধকর আয়োজনে কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র এবং চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের তত্ত্বাবধানে উঠান বৈঠকে ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক মরিয়ম শাহরিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবি’র কুমিল্লা অঞ্চলের পরিচালক টি এম আহমেদ হুসেইন।
টি এম আহমেদ হুসেইন তিনি বলেন, শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর অন্যতম দায়িত্ব কাঁধে নিয়েছে বাউবি এবং সে লক্ষ্যে বাউবি’র সকল প্রোগামের প্রচারনার নিমিত্তে বাউবি’র সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এ প্রচার কাজে কুমিল্লা অঞ্চল সাধ্যমত শ্রম বিনিয়োগ করে যাচ্ছে ও শিক্ষার আলো ছড়িয়ে বাউবি এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে।
তিনি আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে। তথ্য পাওয়ার অধিকার তখনই প্রতিষ্ঠা পায় যখন আমরা সবাই সচেতন থাকবো। বাউবি‘তে নানান শ্রেণি-পেশার বিভিন্ন বয়সের শিক্ষার্থীগণ অধ্যয়ন করেন এবং কর্মজীবি মানুষ সঠিক তথ্যের প্রত্যাশা করেন যাতে হয়রানির শিকার না হন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মো: আনিসুর রহমান এবং ফরিদগঞ্জের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাউবি‘র বিএ/বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী হাজী মো: শাহ আলম।
প্রসঙ্গত, বাউবি’র দীক্ষা: সবার জন্য উন্মুক্ত কর্মমূখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা-বাউবি’র বর্তমান উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূ-বিজ্ঞানী ও ভূমিকম্প বিশেষজ্ঞ প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতারের উদ্ভাবনী ও সৃষ্টিশীল এই স্লোগানকে ধারণ করে যে কোন বয়স পেশার পুরুষ-মহিলাদের জন্য যার যার যোগ্যতার ভিত্তিতে সারা জীবনব্যাপী যে কোন প্রোগ্রামে বাউবিতে অধ্যয়ন করার সুযোগ রয়েছে।
দেশের প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, স্থানীয় এলিট সম্প্রদায় এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বাউবি’র এই উঠান বৈঠক স্থানীয় পর্যায়ের সাধারণ মানুষের মাঝে বেশ আশার আলো জাগিয়েছে এবং সৃষ্টি করছে প্রানচাঞ্চল্যের।
প্রকৃতপক্ষে-তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি মহলের হলেও সমাজের অন্যান্য অংশ যেমন- বেসরকারি প্রতিষ্ঠানসমূহ, স্বায়ত্তশাসিত সংস্থা বা প্রতিষ্ঠানসমূহ, সচেতন সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, এনজিও কর্তাব্যক্তি এবং আইন প্রয়োগকারী সংস্থা প্রমুখের সদিচ্ছা জরুরী।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিউ ডাইমেনশনাল প্রমোশনাল কার্যক্রমের গঠনমূলক ব্যাপ্তি সর্বস্তরের মানুষের প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে অভূতপূর্ব সহায়ক ভূমিকা পালন করে চলেছে।
এমএসএম / এমএসএম