বিনামূল্যে করোনার চিকিৎসা ও টিকা নিশ্চিতের দাবি
করোনা রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও সকলের জন্য টিকা প্রদান নিশ্চিত করার দাবি জানিয়েছে জনতার রংপুর। একই সঙ্গে ‘মাস্ক পরুন-টিকা নিন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ স্লোগানে সচেতনতামূলক র্যালি করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। বুধবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত পথসভা থেকে এ দাবি জানানো হয়। পথসভা শেষে সচেতনতামূলক একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠিত পথসভায় জনতার রংপুরের আহ্বায়ক ডা. সৈয়দ মামুনুর রহমান সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জনতার রংপুরের সদস্য ডা. মফিজুল ইসলাম মান্টু, অধ্যাপক আব্দুস সোবহান, গৌতম রায়, মাজিরুল ইসলাম লিটন, আব্দুল কুদ্দুস, সাব্বির আহমেদ, মমিনুল ইসলাম, রাতুজ্জামান রাতুল প্রমুখ।
পথসভা শেষে শাপলা চত্বর থেকে বের হওয়া র্যালিটি গ্রান্ড হোটেল মোড়, প্রেসক্লাব মোড়, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, সিটি বাজার মোড়, টাউন হল মোড় হয়ে কাচারী বাজারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
করোনা মহামারীর শুরু থেকে জনগণকে সচেতন করতে লিফলেট ও মাস্ক বিতরণ করে আসছে জনতার রংপুর। এর পাশাপাশি কঠোর বিধিনিষেধ চলাকালে খাদ্য সহায়তা প্রদান করেছে। বর্তমানে স্বেচ্ছাসেবী এ সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়া হচ্ছে।
এমএসএম / জামান