ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিজয়ের উল্লাসের সাথেই চারুকলার যোগসূত্র রয়েছে: ড. সাদেকা হালিম


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৭-১২-২০২৩ বিকাল ৫:১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, বিজয়ের গাম্ভীর্য,উল্লাস ও উচ্ছ্বাস সবকিছুর সাথেই চারুকলার যোগসূত্র রয়েছে। আমাদের পরিচিতি রাজনৈতিক আবহে পরিবর্তন হয়ে গেছে। ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আমাদের বাঙালি পরিচয়কেও হত্যা করা হয়। 

রোববার (১৭ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে মুক্তিযুদ্ধ ও বিজয় গাঁথা শীর্ষক আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি৷ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় অনুষ্ঠান আয়োজিত হয়৷ 

ড. সাদেকা হালিম বলেন, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলেও পাকিস্তানের সাথে আমাদের সমাজ ও সংস্কৃতির মিলের চেয়ে ভিন্নতাই ছিল বেশি। আমাদের সংবিধানে জাতীয়তাবাদ থাকলেও সবাই মনে করেছিলো আমরা উগ্রজাতীয়তাবাদের দিকেই যাচ্ছিলাম। তবে বঙ্গবন্ধু সেটা বিশ্বাস করেন নি।

জবি উপাচার্য আরও বলেন, আমাদের সংবিধানে মৌলিক অধিকারে বলা আছে আমরা সবাই সমান। কিন্তু আজও অনেকক্ষেত্রে নারী ও পুরুষ সমান নয়। বরং নারীদের এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়৷ 

তিনি আরও বলেন, অজস্র শিল্পী,লেখক,কলামিস্ট, প্রাবন্ধিক ও মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে এই আইডেনটিটি সংগ্রামটা করেছিল। তুলির আঁচড় দিয়ে এগুলো ফুটিয়ে তুলতে হবে৷ আমি খুব গর্বিত আমি বাঙালী। 

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। 

চারুকলা বিভাগের অধ্যাপক ড. বজলুর রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইন্সটিটিউটের পরিচালক,বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান,প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। 

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

 প্রসঙ্গত, আর্ট ক্যাম্পে তৈরী শিল্পকর্মগুলোর প্রদর্শনী উদ্বোধন হবে আগামী ১৯ ডিসেম্বর। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

এমএসএম / এমএসএম

ইবিতে 'জুলাই স্মৃতি সংগ্রহশালা' উদ্বোধন

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বুটেক্সে 'জুলাই আন্দোলন ও মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে' আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাকৃবিতে দিনব্যাপী কর্মসূচি পালিত

জবিতে সম্মুখ সারির যোদ্ধাদের বাদ দিয়েই তৈরি হচ্ছে জুলাই ডকুমেন্টারি

পবিপ্রবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর

শতবাগ আবাসন নিশ্চিত, খাবার মানউন্নয়নসহ ৯ দফা দাবিতে চবি শিক্ষার্থীর একক প্রতিবাদ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

ইবি শিক্ষার্থী সাজিদের ভিসেরা রিপোর্ট মতে মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে

চবিতে ছাত্রদলের মিছিলের সম্মুখসারীতে জুলাইয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

চবিতে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’-র যাত্রা শুরু,আহ্বায়ক তাহসান, সদস্য সচিব তানিম।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপ-কমিটি গঠন করল ইসলামী ছাত্র আন্দোলন