কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত ১১

১৮ ডিসেম্বর সোমবার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের কাওটাইল ঋষিপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ ১১ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- একই পরিবারের সদস্য উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)। অন্যরা হলেন- প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০), স্বপন রাজবংশী (৫৫), তারা রানী (৩৫) তাপশ (৩০) রাখি রানী (৩২) নিঝুম (২৯)টিটু চক্রবর্তী( ৩৮)। এ ঘটনা নিঝুম ও পিনাক চক্রবর্তীর অবস্থা খুব খারাপ বলে জানিয়েছেন তার পরিবার।
স্থানীয়রা জানান সোমবার সকাল সাড়ে ৯টা ২০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের কাওটাইল ঋষিপাড়া এলাকার বিমল ঠাকুরের ৪তলা বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। নিচতল বিমল ঠাকুরের চারতলা ভবনের বিল্ডিং এর ছাদ ফাটল ধরেছে। বিমল ঠাকুরের ছেলে দীপার চক্রবর্তী নেশাগ্রস্ত তিনি নেশা খেতে টাকা না পেয়ে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দেন।
উমা রানীর নাতনি জ্যোতি দাস জানান, ৪ তলা বাড়িটি তাদের নিজেদের। নিচতলায় থাকেন উমা রানী এবং তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে উমা রানি রান্নার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আর বাসার দেয়াল কিছু অংশ ভেঙে পড়েছে। দ্রুত দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করে আহত ১১ জনের একটি তালিকা তৈরি করে নিয়ে যান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। এছাড়াও কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির ঘটনাস্থান পরিদর্শন করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম

কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

শীতের আগমনে বাঘায় খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

জয়পুরহাটে ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

রাণীনগরে বিসিআইসি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তার ইন্তেকাল

কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

মানিকগঞ্জে কালিগঙ্গায় বালু উত্তোলনে হুমকিতে ১৪ কোটি টাকার নদীতীর সংরক্ষণ প্রকল্প

রাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসব

মুরাদনগরে ময়লা আবর্জনায় ও স্থানীয়দের দখলে জেলা পরিষদের খাল

শিবচরে ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচী

সিংড়সিংড়ায় জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ

রায়গঞ্জে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

লাকসামে জগন্নাথ বাড়ীতে শ্যামা পূজা অনুষ্ঠিত

হাটহাজারী ১নং দক্ষিন পাহাড়তলী (চসিক) ওয়ার্ড বিএনপি'র কর্মী সভা
Link Copied