কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে নির্যাতন চালিয়ে যুবককে হত্যা

দক্ষিণ কেরানীগঞ্জে তেলঘাট এলাকায় রাতভর পৈশাচিক নির্যাতন চালিয়ে রাসেল (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর গ্রামের তোফাজ্জল হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানসহ পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
অভিযোগ উঠেছে, দক্ষিন কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন রাব্বির নেতৃত্বে তার অফিসে মঙ্গলবার সারারাত ১৫/২০ জন রাসেলের উপর নির্যাতন চালায়। বুধবার ভোরে স্বজনরা রাব্বির অফিস থেকে অচেতন অবস্থায় রাসেলকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বিভিন্ন সুত্রে জানা গেছে, রাব্বির পক্ষে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করতো রাসেল। চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে রাব্বি রাসেলকে সন্দেহ করে। যার জের ধরে মঙ্গলবার রাতে তেলঘাট এলাকার পারভীন টাওয়ারের নিচতলায় রাব্বির অফিসে ডেকে আনা হয় রাসেলকে। এরপর রাব্বির নেতৃত্বে রাসেলের উপর শুরু হয় অমানুষিক নির্যাতন। চলে রাতভর।
রাসেলের উপর নির্যাতনের বেশ কিছু ভিডিও ফুটেছ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিও ফুটেছে দেখা যায়, রাসেলের পরনে কোন জামা নাই। খালি গায়ে থাকা রাসেলকে কয়েকজন টানা হেচড়া করছে। প্রচন্ড মারে আধমরা অবস্থায় রাসেল রাব্বিকে বলছে, 'আব্বা আব্বা, রাব্বি আব্বা আমাকে বাঁচান।' অপর একটি ভিডিওতে দেখা যায়, অচেতন অবস্থায় বসিয়ে রাখা হয়েছে রাসেলকে। একজন তাকে গালিগালাজ করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, মেঝেতে নিথর দেহ রাসেলের। নাক দিয়ে রক্ত ঝড়ছে। কেউ একজন সেটা মুছে দিচ্ছেন।
স্বজনরা বুধবার ভোরে রাব্বির অফিস থেকে রাসেলকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রাব্বির বাবা শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের উদ্দিন। সে শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের ভাতিজা। বছরখানেক আগে বাবা ও চাচার প্রভাব খাটিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদ ভাগিয়ে নেন। পদ পাওয়ার পর বিশাল বাহিনী নিয়ে চলাফেরা শুরু করে রাব্বি। তার বাহিনীর লোকজন স্থানীয় বিচার শালিস থেকে শুরু করে বিভিন্ন দোকানদার ও রাস্তাঘাট থেকে চাঁদা আদায় করে থাকে। নিহত রাসেল রাব্বির পক্ষে চাঁদা আদায়ের কাজ করতো।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, বুধবার রাতে রাসেলকে হত্যার ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রাসেলের পিতা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় রাব্বি সহ ১৩ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
এমএসএম / এমএসএম

রায়গঞ্জের সলঙ্গায় গণেশের মূর্তি উদ্ধার

রায়গঞ্জে অবৈধ ১টি ভাটা গুড়িয়ে দিয়ে ৩ টি ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমান আদায়

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে খানসামায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার

নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার

খালিয়াজুরীর ধনু নদ থেকে তিন মাছ শিকারীর লাশ উদ্ধার

মিরসরাইয়ে বাবার বসত ঘরে তালা দিলো ছেলে

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা' নিপীড়ন' ধর্ষন ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

সন্দ্বীপে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভাওয়াল কলেজ ছাত্রদলের মানববন্ধন

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

প্রথম স্ত্রীকে খুশি করতে ২য় স্ত্রী হাসিনার মাথা কেটে দেহ আলাদা করে হত্যা, গ্রেফতার স্বামী
