ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জবির নাট্যকলা বিভাগের উদ্যোগে নাট্যোৎসব


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৬-১-২০২৪ দুপুর ২:৪৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে নাট্যোৎসব। আগামী ২৮,২৯ ও ৩০ জানুয়ারি তিনদিনব্যাপী উৎসব চলবে। এবার প্রতিদিন দুইটি করে মোট ছয়টি নাটক প্রদর্শিত হবে। এই আয়োজনের মধ্য দিয়ে নাট্য আন্দোলন ও নাট্যচর্চা বেগবান হবে বলে আশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ সংশ্লিষ্টদের। 

আগামী ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাট্যোৎসবের  উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ক্যাথরিন পিউরীফিকেশনের সভাপতিত্বে উৎসবটি উদ্ধোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং উদ্ধোধনী নাট্যভাষণ প্রদান করবেন নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যায় নাট্যোৎসবটির সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে নাট্যভাষণ প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী।

উৎসবের উদ্ধোধনী দিন অর্থাৎ ২৮ জানুয়ারি বেলা ১২টায় প্রদর্শিত হবে মোহাম্মদ খোরশেদ আলম রচিত নাটক 'রাধামন ধনপুদি'। নাটকটির নির্দেশনায় রয়েছেন পরমা রাহা,মিলটন চাকমা,প্রিয়া বণিক ও আলিমুল ইসলাম। একইদিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ওরিয়ানা ফাল্লাচি রচিত নাটক 'লেটার টু এ চাইল্ড নেভার বর্ন'। নাটকটির নির্দেশনায় রয়েছেন জোবায়দা ফয়সাল ইভা, ইব্রাহিম জামান এলিন,শামীমা আক্তার স্বর্না ও ইব্রাহিম হোসেন সানিম। 

২৯ জানুয়ারি বেলা ১২টায় প্রদর্শিত হবে মন্মথ রায় রচিত নাটক 'রক্তকদম'। নাটকটির নির্দেশনায় রয়েছেন শফিকুল ইসলাম, আরিফুর ইসলাম ও লামিয়া। একইদিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে বুদ্ধদেব বসু রচিত নাটক 'তপস্বী ও তরঙ্গিনী'। নাটকটির নির্দেশনায় রয়েছেন শাকিল আহমেদ,উচ্ছ্বাস তালুকদার ও সাবিহা হক।

৩০ জানুয়ারি বেলা ১২টায় প্রদর্শিত হবে অগাস্ট স্ট্রিন্ডবার্গ রচিত নাটক 'মিস জুলি'। নাটকটির নির্দেশনায় রয়েছেন নাফিস ইসমাম তাশিক ও আনিকা ইবনাত অনামিকা। এদিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মন্মথ রায় রচিত নাটক 'যমালয়ে একবেলা'। নাটকটির নির্দেশনায় রয়েছেন মো. মানিউর ইসলাম নিবিড়,জান্নাতুল ফেরদৌস রুনা এবং শাহিনুল ইসলাম সাগর। 

দর্শকরা নির্দিষ্ট স্টল থেকে টিকেট সংগ্রহ করে নাটকগুলো উপভোগ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা এবং বিশ্ববিদ্যালয় বহির্ভূত দর্শকদের জন্য ১০০ টাকা টিকেট ফি নির্ধারণ করা হয়েছে। নাটক নির্মাণ এবং অভিনয়ে বিভাগের ১৩তম ব্যাচের নির্দেশনায় সকল ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ক্যাথরিন পিউরীফিকেশন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অর্থাৎ ২০২০ সালে নাট্যকলা বিভাগের আয়োজনে প্রথমবার নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। তবে করোনার প্রকোপে ধারাবাহিকভাবে এই আয়োজন করা সম্ভব হয়নি। এবার বড় পরিসরে এবং সময় নিয়ে দ্বিতীয়বারের মতো নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে নাট্যকলা বিভাগের কার্যক্রম সম্পর্কে সবাই জানার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, নাট্যকলা বিভাগের এই আয়োজন পুরনো ঢাকার মানুষকে নাট্যচর্চায় যুক্ত করার একটি প্রয়াস। নাট্যোৎসবে বরেণ্য ও গুণী নাট্যজন যুক্ত হবে। যাতে করে নাট্য আন্দোলন ও নাট্যচর্চা আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছি।

এমএসএম / এমএসএম

বেরোবিতে মুলা চাষ নিয়ে কেনো এত আলোচনা!

ইবিতে 'জুলাই স্মৃতি সংগ্রহশালা' উদ্বোধন

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বুটেক্সে 'জুলাই আন্দোলন ও মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে' আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাকৃবিতে দিনব্যাপী কর্মসূচি পালিত

জবিতে সম্মুখ সারির যোদ্ধাদের বাদ দিয়েই তৈরি হচ্ছে জুলাই ডকুমেন্টারি

পবিপ্রবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর

শতবাগ আবাসন নিশ্চিত, খাবার মানউন্নয়নসহ ৯ দফা দাবিতে চবি শিক্ষার্থীর একক প্রতিবাদ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

ইবি শিক্ষার্থী সাজিদের ভিসেরা রিপোর্ট মতে মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে

চবিতে ছাত্রদলের মিছিলের সম্মুখসারীতে জুলাইয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

চবিতে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’-র যাত্রা শুরু,আহ্বায়ক তাহসান, সদস্য সচিব তানিম।