ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

১লা ফেব্রুয়ারি কবি গবেষক মাহমুদুল হাসান নিজামীর জন্মদিন


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ২:৫৬
কবি, গবেষক, ভাষাতত্ববিদ, ইতিহাসবিদ কবি মাহমুদুল হাসান নিজামী একজন  জ্ঞান সাধক, জ্ঞানের অনেক শাখায়  কবি নিজামী লিখেছেন।তারলেখা শতাধিক বই যার প্রতিটির লেখাএকটি থেকে অারেকটি বইয়ের বিষয়বস্তু সম্পুর্ন ভিন্ন।
 
কবি নিজামীর লেখা ৫ হাজারের অধিক কবিতা গান যে সব কবিতা ও গানের বিষয়বস্তি একটি অারেকটি থেকে একেবার ভিন্ন।প্রতিটি লেখার স্বাদ সম্পুর্ন নতুন।রকমারি ডট কমে তার গুরুত্বপু্র্ন বইগুলো পাওয়া যায়।গুগলে  মাহমুদুল হাসান নিজামী লিখে সার্চ দিলেই সামনে এসে যাবে সব। কবি , গবেষক,একজন মহা জ্ঞান সাধক,গীতিকারও সুরকার, সম্পাদক - দৈনিক দেশজগত । ২০২৪ গ্রন্থমেলা পর্যন্ত প্রকাশিত গ্রন্থ- ১৪০ টি । কবি নিজামীর লেখা ও প্রচারিত গানের সংখ্যা এক হাজারের ও বেশি। যা গুগলে মাহমুদুল হাসান নিজামী লিখে সার্চ দিলেই পাওয়া যায় । সাহিত্য -কবিতা- ছড়া ইতিহাস ও গবেষণা সহ বিশ্ব সাহিত্যের শেখ সাদী , ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলাের বাংলা ভাষায় সর্ব প্রথম কাব্যানুবাদ মাহমুদুল হাসান নিজামীকে পরিচয় বিস্তারে অনন্য করে তুলেছে ।
ড . মুহাম্মদ শহীদউল্লাহর পর আরবী , ফার্সি , উর্দু , ইংরেজিসহ একজন জ্ঞান সাধক বহু ভাষা জানার মানুষ মাহমুদুল হাসান নিজামী ছাড়া দ্বিতীয়জন পাওয়া দুষ্কর । বহু ভাষার অলংকারে মাহমুদুল হাসান নিজামীর লেখা কবিতাগুলো বাংলা সাহিত্যে নবসংযোজন সৃষ্টি করেছে । মাহমুদুল হাসান নিজামী র লেখা গুরুত্বপুর্ন বইয়ের মধ্যে রয়েছে বিশ্ব রাজনীতির চার হাজার বছর,বাঙ্গালির জাতিতত্ব দশলক্ষ বছরের উৎপত্তি সৃত্র,কার্টেসি অব মুহাম্মদ,মুহাম্মদ স এর  রাজনৈতিক ও বৈজ্ঞানিক দর্শন প্রাচীন মানব সভ্যতার ইতিহাস,সিকিম ও হায়দারাবাদ যেভাবে স্বাধীনতা হারালো,জেরুজালেম ও ফিলিস্তিনের ইতিহাস,বিশ্বময় মুসিলম সম্রাজ্য বিস্তারের ইতিহাস,নারীতত্বও নারীর মন, দেহতত্ব ও মন,নবীজি মুহাম্মদ প্রশাসনিক ব্যবস্থা, মহানবীর রাজনৈতিক পত্র ও প্রজ্ঞাপন,বাঙ্গালির জাতিতত্ব, ভাষাতত্ব,সৃষ্টি তত্ব ও বিজ্ঞান, ইবনে খালদুনের কাব্যতত্ব ও আরব রোমান্স,সাহিত্যের ক্লাস,বাংলার গৌরবের রাজধানী সোনারগাঁ, মানব ও নবীদের মজার গল্প সহ ১৪০ টি।জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা- কবি মাহমুদুল হাসান নিজামী বাংলা সাহিত্য ও বানান সংস্কারের নবধারা তৈরিতে অনিবার্য প্রাণপুরুষ । ইউটিউবে Mahmudul Hasan Nizami লিখে সার্চ দিলেই সামনে এসে যাবে তার সৃষ্টি সমগ্র । নিজ এলাকায় স্কুল কলেজ সহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি  বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন । বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। পিতা- মরহুম মাওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা , মাতা - মরহুমা মায়মুনা খাতুন ।

এমএসএম / এমএসএম

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন

তানোর উপজেলাবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন