কেরানীগঞ্জে কৌশলে ট্রাক ড্রাইভারকে বাসায় ডেকে নিয়ে নারীর নির্যাতনের স্বীকার

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ফার্নিচার নেওয়ার কথা বলে ট্রাক ড্রাইভার কে বাসায় ডেকে শারীরিক নির্যাতনের পর নারী নির্যাতন মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত নারী প্রতারক শবনাম আক্তার সুচনা ওরফে বিন্দু (৩০)কে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল ৫ ফেব্রুয়ারি সোমবার রাতে শাক্তা ইউনিয়নের মধ্যেরচর গ্রামের ইতালী প্রবাসী জনৈক সাবিনার একতলা বাড়ীর নিচতলা থেকে তাকে আটক করা হয়। এসময় মামলার অপর চার আসামি চাকা সাইফুল ইসলাম (৩০), ফারুক হোসেন (২৯),সজিব মিয়া (২৯) ও শরীফ হোসেন (২৮) পালিয়ে যায়। আটক ওই নারী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় পুরুষদের বাসায় ডেকে ব্লাকমেইল করে মোটা অংকের টাকা আদায় করে আসছিলো বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মামলার বাদী ট্রাক ড্রাইভার মোঃ আমিন উদ্দিন (৩৫) জানান, তার বাড়ি কেরানীগঞ্জের দক্ষিণ থানার বাস্তা ইউনিয়নের মালিভিটা গ্রামে। গত সোমবার দিবাগত রাত অনুমান ৩ টার সময় রাজধানীর সবুজবাগ এলাকা হতে ভাড়া বাড়ির ফার্নিচার নিয়ে নিজের গ্রামের বাড়ি মাদারিপুর যাওয়ার কথা বলে তার ট্রাকটি ১৫ হাজার টাকায় ভাড়া করে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের মধ্যেরচরে নিয়ে আসে আসামিরা। সেখান থেকে ট্রাকটি মেইন রোডে রেখে ১০০ মিটার সামনে গলি রাস্তা দিয়ে আসামীদের সাথে তার বাসার মালামাল আনার জন্য রুমে ঢুকার সাথে সাথে আসামী শবনাম আক্তার সুচনা ভিতর থেকে ছিটকানি লাগিয়ে তাকে রুমের ভেতর আটকে ডাক চিৎকার করে লোকজন জড়ো করার ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ দশ হাজার টাকা ও মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও লাইসেন্স সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেয়। পরবর্তীত সুচনা রুমের ছিটকানি খুলে দিলে সকল আসামী রুমের ভিতর ঢুকে এলোপাথারী কিলঘুষি, লাথি ও লোহার রড দিয়ে মেরে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করার পাশাপাশি তাকে দিয়ে বাথরুম পরিস্কার করায় এবং প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে।
পরে সে ভুক্তভোগী নিরুপায় হয়ে গাড়ীর মহাজন আজাহার হোসেন এর নিকট হতে তাহার বিকাশ নাম্বারে ত্রিশ হাজার টাকা এনে দিলে দুপুরে তাকে ছেড়ে দেয় এবং দাবীর বাকি বিশ হাজার টাকা এনে দেওয়ার জন্য তার ট্রাকটি আটকে রাখে। পরে ৯৯৯ এ বিষয়টি পুলিশ কে জানানো হলে কেরানীগঞ্জ মডেল থানার উপ পুলিশ পরিদর্শক ইমরান হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল আরশিনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান আসামী শবনাম আক্তার সুচনাকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ ইমরান হোসেন জানান, নারী গঠিত সম্পর্ক বলে অনেকেই অভিযোগ করতে চায় না। এলাকাবাসী বলছেন তার বাসায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের যাতায়াত ছিলো। আমরা তদন্ত করে বিষয়টি দেখছি। আটকের বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম

কাউনিয়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুয়াকাটা ডাকাতির চেষ্টার সময় দুই যুবক আটক

ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দেশব্যাপী শিশু ধর্ষণের প্রতিবাদে ফুলবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধন

কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

পাঁচবিবিতে ধর্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন

সারাদেশে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

দেশব্যাপী নারীদের নিপিড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সিংড়ায় ছাত্রদলের মানববন্ধন

শ্রীপুরে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজা সেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা

ত্রিশালে আধুনিক পদ্ধতিতে ডিভাইস ব্যবহারে মাছ চাষের উদ্বোধন
