ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বেঁড়িবাধ কেটে লবণ পানি উত্তোলন বন্ধের দাবি সংসদে এমপি রশীদুজ্জামানের


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ৩:৪৭

পরিবেশ রক্ষা ও বেঁড়িবাধের স্থায়িত্বের জন্য  কয়রায় - পাইকগাছার বেঁড়িবাধ কেটে পাইপ বসিয়ে লবণ পানি উত্তোলন করে চিংড়ি ঘের বন্ধের জোরালো দাবি উঠেছে । লবণ পানির আগ্রাসন থেকে বাঁচতে এলাকাবাসীর দাবি পেক্ষিতে লবণ পানির উঠিয়ে  চিংড়ি চাষ বন্ধ ও মিঠা পানিতে পরিকল্পিত ভাবে চিংড়ি চাষ  সম্পর্কে জাতীয় সংসদে আইন করার  জোরালো দাবি জানান সংসদ সদস্য। ৬ ফেব্রুয়ারী জাতীয় সংসদের প্রথম অধিবেসনে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য কালে খুলনা-৬ আসনের সংসদ সদস্য  মোঃ রশীদুজ্জামান পাইকগাছা-কয়রার  লবনপানি মুক্ত মৎস্য চাষ ও টেকসই বেড়িবাঁধের জোরালো দাবি  উর্থাপন করেন৷

সংসদে এমপি মোঃ রশীদুজ্জামান চিংড়ি চাষ সম্পর্কে আইন করার দাবি করে প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি কখনো চিংড়ি ঘেরের বিরুদ্ধে নই, পুষ্টি দহিদা মেটাতে মৎস্য বা চিংড়ি আমাদের প্রয়োজন, কিন্তু সেটা কৃষি ফসল ও পরিবেশের ক্ষতি করে নয়? লবন পানির জায়গা নদী-সাগরে থাকুক। তবে জনবসতি ও ফসিল এলাকায় নয়। 'আমার নির্বাচনী এলাকা কয়রা উপজেলার পর আর কোনো গ্রাম নেই, আছে সুন্দরবন ও বঙ্গোপসাগর। একসময় ওই এলাকা নদীর জোয়ারে ডুবে যেত, আবার ভাটায় জেগে উঠত। কোনো ফসল হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ১৯৭২ সালে ওই এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করে অফসলি এলাকাকে ফসলি এলাকায় পরিণত করেছিলেন। কিন্তু আশির দশকে সামরিক সরকারের গুন্ডা বাহিনী সেই বাঁধগুলো কেটে লোকালয় নদীর লোনা পানি তুলে অতি লাভের আশায় চিংড়ি চাষ শুরু করে। সেই থেকে চিংড়ি চাষ উপকূলের মানুষের গলায় ফাঁস হয়ে আছে। তিনি লবণ পানি বন্ধে সুনিদিষ্ট আইন তৈরীর আহবান জানান। 

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, 'আমার নির্বাচনী এলাকার এক বৃদ্ধ মহিলা আমাকে বলেছেন, তুমি সংসদে গিয়ে প্রধানমন্ত্রীকে গিয়ে আমার কথা কি বলতে পারবে তুমি মাননীয় প্রধানমন্ত্রীকে "সতীনের সঙ্গে সংসার করা যায় কিন্তু লবণপানির সঙ্গে বসবাস  করা যায় না।" যখন বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়ে যায়, তখন উপকূলের মানুষের কোনো উপায় থাকে না। এসময় তিনি  উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য দাবি জানান একটি টেকসই বাঁধ ও  অপরটি সুপেয় পানির ব্যবস্থা করা। সংসদ সদস্য রশীদুজ্জামান বলেন, 'আমার এলাকার নদীর বাঁধের নিচ দিয়ে চিংড়ি চাষিদের হাজার হাজার পাইপ ঢোকানো আছে। এমনি করে বাঁধ ছিদ্র করা পাইপে প্রতিনিয়ত নোনাপানি যাওয়া- আসা করে তাহলে সেই বাঁধ মজবুত হবে কীভাবে। ভঙ্গুর বাঁধগুলো যেকোনো দুর্যোগে আবারও উপকূলের মানুষের সংসার ভাসিয়ে নিয়ে যাবে।' দীর্ঘ দিনের প্রত্যাশা জনগুরুত্বপূর্ণ  গণমূখি বিষয়  জাতীয় সংসদে দাড়িয়ে প্রথম অধিবেশনে উত্থাপন করায় এমপি রশীদুজ্জামানের বক্তব্য মুহুর্তে তা সোসাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কয়রা  পাইকগাছার বিভিন্ন পেশার মানুষ  মানুষের মধ্যে আশার সঞ্চার হওয়ায়  বিভিন্ন মহলের মানুষ এমপি রশীদুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছেন।  

জানা যায় দীর্ঘদিন ধরে কয়রা-পাইকগাছা বাসী  ও লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষি জমি রক্ষা করা, অবিলম্বে সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন, স্লুইচ গেট গূলি অবিলম্বে মেরামত ও টেকসই  স্থায়ী বেঁড়িবাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছিলেন। পাউবোর বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে অবৈধ ভাবে লবন পানি উত্তোলনের বিরুদ্ধে গ্রামবাসী স্থানীয় সংসদ সদস্য,জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান,নির্বাহী প্রকৌশলী পানিউন্নয়ন বোর্ড,খুলনা,  সাতক্ষীরা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে ।বর্তমানে স্থানীয় সংসদ সদস্য সংসদে লবণ পানি উত্তোলন বন্ধে  সংসদে বক্তব্য রাখার পর পরই লবণ পানি উত্তোলন বন্ধের দাবি জোরালো হয়েছে। 

এমএসএম / এমএসএম

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪

ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রিশালে প্রবাসবন্ধু ফোরামের পুর্নকমিটি গঠন