ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিশ্ববিদ্যালয়কে ঘিরে নবীন শিক্ষার্থীদের ভাবনা


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ৩:৫১

একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বলতেই ভেসে উঠে, হাজারো তারুণ্যের স্বপ্নময় মুখ। নতুন বছরে নতুন রঙে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায়। পুরোনো বছরের অপ্রাপ্তিগুলো কাটিয়ে নতুন আশা প্রত্যাশায় বুক বাঁধে সবাই। নতুন বছরে শিক্ষার্থীরা কেমন ক্যাম্পাস চান – এ বিষয়ে জানতে চাওয়া হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল নবীন শিক্ষার্থীদের কাছে। ক্যাম্পাস নিয়ে আশা-প্রত্যাশা, চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন তাহিরুল হাসান ফাহিম….

১. শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত হোক 

শিক্ষা, গবেষণা, শিক্ষাসহায়ক কার্যক্রম এবং নিজ গুণাবলিতে দেশ-বিদেশে অনন্য হয়ে উঠুক আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। এটি আমার দ্বিতীয় বাড়ি। হাসিকান্না, আনন্দ-বেদনা, আড্ডা সবকিছুর অন্যতম কেন্দ্রস্থল। একটি বিশ্বমানের শিক্ষাঙ্গনে পড়ব, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এখন আমি এই প্রতিষ্ঠানের একজন গর্বিত সদস্য। একজন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার ভাবনা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত হোক। রাজনৈতিক কিংবা দলীয় মতাদর্শ যেন কোনোভাবেই আমাদের সংকুচিত করে না দেয়, সেদিকে লক্ষ রাখতে হবে।

রকিবুল হাসান
এএসভিএম অনুষদ

২. র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস চাই

এতদিন শোনে এসেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং একটি নিয়মিত ঘটনা। তাই ক্যাম্পাসে আসার পর থেকেই মনের মধ্যে একটু ভয় ছিল। কিন্তু র‍্যাগিং এর মত কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি এখনো। সাধারণত নবীন শিক্ষার্থীদের যেখানে বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞানচর্চার জায়গা, সেখানে নবীন শিক্ষার্থীদের শুরুতেই মানসিকভাবে বিপর্যস্ত করা এবং তাদের চলাচলে হস্তক্ষেপ করা কখনোই কাম্য নয়। আমাদের ক্যাম্পাসে এই অপসংস্কৃতি যেন কোন ভাবেই চর্চা না হয় সেদিকে নজর দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সচেতন ও সোচ্চার হতে হবে। সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই র‍্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় সম্ভব।

সোহান আহমেদ
কৃষি অনুষদ

৩. সেশনজট মুক্ত ক্যাম্পাস চাই

বর্তমান সময়ে সেশনজট অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কাছে, যারা পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করে। শুনা যাচ্ছে বিভিন্ন অনুষদে শিক্ষক সংকট, ক্লাসরুম সংকটসহ বিভিন্ন সমস্যার দোহাই দিয়ে পাচ বছরের অনার্স কোর্স সম্পন্ন করতে ছয় বছরেরও বেশি সময় ব্যয় হচ্ছে। নিজের ক্যারিয়ারের ভয়ে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কথা বলতেও পারছেন না। সেশনজটের গ্লানি থেকে মুক্তি পেতে বিভিন্ন সময় দাবী উঠলেও এখনো তেমন সুফল পাওয়া যায় নি বলে শুনেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে প্রত্যাশা থাকবে প্রিয় ক্যাম্পাস যেনো সেশনজট মুক্ত ক্যাম্পাসে পরিনত হয়।

তানভীর ইভান
এএসভিএম অনুষদ


৪. মৌলিক সমস্যা সমাধানে নজর দিতে হবে

শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস হচ্ছে জ্ঞান অর্জনের সমুদ্র, যেখানে নিরাপদে গবেষণা, মুক্ত চিন্তা, গণতন্ত্র চর্চা, সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন সৃজনশীল কাজে সময় পার করবে। নতুন বছরে প্রত্যাশা থাকবে ক্যাম্পাসের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে নজর দেয়া হয়। যেমন হলের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। অপরিচ্ছন্ন পরিবেশে রান্না বা খাবারের পোকামাকড় পাওয়া একটি নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। এছাড়া মাদক সমস্যা শেকৃবিতে দিন দিন প্রকট হচ্ছে। এর ব্যাপকতা রোধে এখনই সোচ্চার হতে হবে। নতুন বছরে মাদক সমস্যার সমাধান করে ক্যাম্পাস যেন সারা বাংলাদেশে রোল মডেল হয়ে ওঠে এর জন্য কাজ করতে হবে। এজন্য শুধু প্রশাসন নয় ক্যাম্পাসের শিক্ষার্থী রাজনৈতিক ও সামাজিক সংগঠন সকলকে সোচ্চার হওয়া প্রয়োজন। এছাড়া নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে শিক্ষার আধুনিকায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো গঠনমূলক কাজ করবে।

কাফি
কৃষি অনুষদ

এমএসএম / এমএসএম

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

দেশের স্বার্থেই কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে- ভেটেরিনারি অনুষদের ডিন

সভায় বসেছে প্রকৌশলীদের দাবি নিয়ে গঠিত কমিটি

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা