ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

প্রথম শিরোপা জিততে বরিশালের দরকার ১৫৫


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১-৩-২০২৪ রাত ৮:৩৯

 দারুণ ছন্দে থাকলেও এদিন ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস এবং তাওহীদ হৃদয়। জ্বলে উঠতে পারেননি জনসন চার্লস থেকে শুরু করে মঈন আলীও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক এবং আন্দ্রে রাসেলের ব্যাটে শেষ পর্যন্ত ১৫৪ রানের পুঁজি পেয়েছে তারা। প্রথমবার শিরোপা জিততে ফরচুন বরিশালকে করতে হবে ১৫৫ রান।

টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কুমিল্লা। কাইল মেয়ার্সের তৃতীয় বলে জীবন পেলেও সেটা কাজে লাগাতে পারেননি সুনীল নারিন। একই ওভারের পঞ্চম বলে ডানহাতি এই মিডিয়াম পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে থাকা ম্যাকয়ের দুর্দান্ত ক্যাচে ফিরেছেন নারিন। তিনে নেমে ভালো শুরু করেছিলেন তাওহীদ হৃদয়। যদিও ইনিংস বড় করতে পারেননি দারুণ ছন্দে থাকা এই ব্যাটার।

খানিকটা পরিকল্পনার ফাঁদে ফেলেই হৃদয়ের উইকেট তুলে নিয়েছেন পেসার ফুলার। লেগ সাইডে বেশি শট খেলা হৃদয়কে প্রথম দুটি বলই করেছেন অফ স্টাম্পের অনেকটা বাইরে ওয়াইড লাইনে। ফুলারের দ্বিতীয় বলটি ওয়াইড হয়েছিল। তৃতীয় ডেলিভারিও ছিল একই লাইনে। ওয়াইডে লাইনের বলে খেলতে গিয়ে থার্ডম্যানে থাকা মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়েছেন হৃদয়। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার আউট হয়েছেন ১৫ বলে ১৫ রান।

 এমন সময় দলকে টেনে নেয়ার দায়িত্ব ছিল লিটনের কাঁধে। তবে সেটা পারেননি কুমিল্লার অধিনায়ক। ফুলারের আগের বলে স্কয়ার লেগে ফ্লিক করে চার মারেন লিটন। পরের বলটা ফুলার করেছিলেন শর্ট লেংথে এবং অফ স্টাম্পের অনেকটা বাইরে। এমন ডেলিভারিতে কাট করতে গিয়ে হৃদয়ের মতো একই জায়গায় মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়েছেন ১৬ রান করা লিটন। তাতে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান তোলে কুমিল্লা।

পুরো টুর্নামেন্টে জ্বলে উঠতে না পারা জনসন চার্লসের সুযোগ ছিল কুমিল্লাকে টেনে তোলার। তবে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারকে সেটি করতে দেননি ম্যাকয়। বাঁহাতি এই পেসারের স্লটের ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে তামিমের হাতে ক্যাচ দিয়েছেন। চার্লসের ব্যাট থেকে এসেছে মাত্র ১৫ রান। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মঈন আলীও। মেহেদী হাসান মিরাজের দারুণ থ্রোতে রান আউট হয়ে ফিরেছেন ইংল্যান্ডের এই ব্যাটার।

এরপর অঙ্কন এবং জাকের মিলে কুমিল্লাকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে দ্রুত রান তুলতে পারেননি তারা দুজনে। ধীরগতির ইনিংস খেলে ১৭তম ওভারে আউট হয়েছেন অঙ্কন। সাউফউদ্দিনের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন ৩৫ বলে ৩৮ রান করা এই ব্যাটার। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল ও জাকেরের ব্যাটে ১৫৪ রানের পুঁজি পেয়েছে কুমিল্লা। রাসেল ২৭ এবং জাকের ২০ রানে অপরাজিত ছিলেন। বরিশালের হয়ে দুটি উইকেট নিয়েছেন ফুলার।

এমএসএম / এমএসএম

পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো

কনওয়ের ২২৭, নিউজিল্যান্ডকে ছেড়ে না দেওয়ার ইঙ্গিত ওয়েস্ট ইন্ডিজের

মেসি-ইয়ামালের প্রথম লড়াইয়ের সূচি, ভেন্যু চূড়ান্ত

এমবাপের জোড়া গোলে হাফ ছেড়ে বাঁচল রিয়াল

গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে বছরের ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি

মুস্তাফিজদের নিয়ে কেমন দল গড়ল ১২৪ কোটি ৫৫ লাখ রুপির কলকাতা

মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য তৃতীয়বারের এমজেসিএল শুরু হচ্ছে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

বাফুফের টার্ফে সাবেকদের মিলনমেলা

আইপিএল নিলাম নিয়ে যা জানা দরকার

লন্ড‌নে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় ফুয়াদের কৃতিত্ব

ইংল্যান্ডের অ্যাডিলেড টেস্টের একাদশে পরিবর্তন

ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর