মানবিকতার অনন্য নজির গড়লেন শেকৃবির চার শিক্ষার্থী
শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের মিনিবাজার সংলগ্ন রাস্তায় পড়ে থাকা বৃদ্ধার চিকিৎসা ও দেখাশোনার দায়িত্ব নিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ মানবিক শিক্ষার্থী।
তিন দিন যাবত বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেইটের কাছে এক অজ্ঞাত মহিলাকে পরে থাকতে দেখে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফতেখার আলম। সে তার সহপাঠী জুবায়ের আহমেদকে বিষয়টি অবগত করলে তার সহযোগিতায় পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে টাকা ধার করে ডাক্তারের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন ইফতেখার।

ইফতেখার বলেন,বৃদ্ধ মহিলার হাতে এবং পায়ে কয়েকটি ফ্রাকচার ছিল এবং কাপড়-চোপড় অনেক নোংরা ছিল। বিষয়টি আমাদের ব্যাচমেট জান্নাতুল মীমকে জানালে সে কাপড়ের ব্যবস্থা করে দেয়।
অজ্ঞাত মহিলার কাছ থেকে প্রাপ্ত সামান্য তথ্যকে পুঁজি করে তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী জুলফিকার আলী দীর্ঘ ১৬ দিন পরে ঠিকানা বের করতে সক্ষম হন। তার বাড়ী বাগেশ্বর মুন্সীগঞ্জের মহাকালী ইউনিয়নের বাগেশ্বর গ্রামে। তখন সে স্হানীয়দের কাছে খোঁজ নেয় এবং জানতে পারে যে, ৩-৪ মাস আগে উক্ত তথ্যের সাথে সামঞ্জস্য আছে এমন একজন মহিলা ঢাকায় হারানো গিয়েছিল। পরবর্তীতে মহিলার পরিবারের সাথে যোগাযোগ হয় এবং ছবি দেখে তারা হারানো মহিলাকে নিজেদের পরিবারের সদস্য বলে চিহ্নিত করেন এবং ৭ই মার্চ সকল প্রমাণাদি সহ তার পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় আসলে মহিলাকে তাদের কাছে হস্তান্তর করা হয় । পরিবারের সদস্য হিসেবে হস্তান্তরকালীন সময়ে উপস্থিত ছিলেন মহিলার মেজ ছেলে, ২ জন মেয়ের জামাই এবং বোনের মেয়ে জামাই।
অজ্ঞাত বৃদ্ধ মহিলার ছেলে মহসিন বলে, ২০২৩ এর অক্টোবরে ঢাকায় আমার বৃদ্ধ মা কে হারিয়ে ফেলি। পরবর্তীতে খুঁজে না পেয়ে প্রায় ১৫ হাজার বিজ্ঞপ্তি বিলি করি এবং বিভিন্ন পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করি। কত পথেঘাটে মাকে খুঁজছি কিন্তু পাই নাই। দীর্ঘদিন পর আমার মাকে ফিরে পেয়ে যেন চাঁদ হাতে পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আমার মাকে ফিরাইয়া দিছেন।
মহিলা এখন নিজের পরিবারের সাথে ভালো আছেন এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান তার পরিবারের সদস্যরা।
এমএসএম / এমএসএম
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা
মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না
৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা
জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর
ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ
জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল
অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা