ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

তাড়াশে পুকুর সংস্কারকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:৩৬

 সিরাজগঞ্জের তাড়াশে বারুহাস ইউনিয়নের লাউশন গ্রামের পারিবারিক দ্বন্দে পুকুর সংস্কারকে কেন্দ্র করে মিথ্যা  মামলা দিয়ে  হয়রানি করছেন প্রতিবেশী চাচাত ভাই মোঃ আবুল খায়ের নামের এক ব্যক্তি।  তিনি  মিথ্যা মামলা দিয়ে  ভাতিজা  জাহাঙ্গীর আলমকে ১নং আসামি করে ও ২নং আসামি  জাহাঙ্গীর আলমের পিতা চাচাত ভাই  মোঃ আলমগীর হোসেনকে, ৩ নং আসামি আলমগীর হোসেনের স্ত্রী আয়তন খাতুনকেসহ আরও  ২ জনের নামে ৩-৪ ২০২৪ তারিখে সিরাজগঞ্জ জর্জ কোর্টে এই মিথ্যা  মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ২-৩-২৪ তারিখ সন্ধ্যা ৭ ঘটিকার সময় আসামিগন বাদীর বাড়ীর দক্ষিণ গেটের সামনে উঠানে ১নং স্বাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে আঘাত করে মাথার পিছনে জখম করে।  এদিকে ১নং আসামি  জাহাঙ্গীর হোসেন  বলেন, ওই সময়ে  আমি একই ইউনিয়নের কাজিপুর গ্রামের  মোঃ মোকতার হোসেন আমার শ্বশুরকে  মোটর সাইকেল নিয়ে বিনসাড়া বাজারে  নামিয়ে  দিয়ে বিনোদপুর বাজারে ব্যবসার টাকা আনার জন্য রওয়ানা  দিলে বস্তুল গ্রামের কাজীর বাড়ীর পাশে ৪নং স্বাক্ষী মোঃ রুহুল আমিনের ভ্যান আমার মোটর সাইকেলের গতি রোধ করে আবুল খায়ের, আব্দুর রউফ,সুজন,ফরিদ,রবিউল,জাহাঙ্গীর, মমিন,আব্দুর রহিম ও আহম্মদ আমাকে বেদম মারপিট করে আমাকে জখম করে আৃমার ডান হাত ভেঙ্গে ফেলে ও বিভিন্ন জায়গায়  আঘাত করে। পরে আমাকে আৃমার চাচা হাজী আব্দুল লতিফ আমাকে নিয়ে তাড়াশ হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্য রত ডাক্তার পরিক্ষা করে আমার হাত ব্যান্ডিস করে চিকিৎসা পত্র দেন। আমাকে মারার জন্য  প্রস্তুতি নিয়ে  মারতে না পেরে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আমাদের নামে তারাই উল্টো  মিথ্যা মামলা দিয়ে হয়রানি  করছে। এর আগেও তারা থানায়  জিডি করে  আমাদের দলিলকৃত পুকুরের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। সেখানে কাগজপত্র দেখানো হলে তারা বিষয়টি  বুঝতে পারেন। এর পর ইউএনও অফিসে অভিযোগ দিয়েছে পুকুর সংস্করণ  বন্ধ করতে।  আমার দাদা ওই গ্রামের  মোঃ আবুল কালাম আজাদের নিকট থেকে এই পুকুর কিনে নেয়। আমার পিতা প্রায় ৩০ বছর আগে থেকে এই পুকুরে মাছ চাষ করে আসছে। পুকুর, ভরাট হওয়ার কারনে মাছ চাষ ভাল না হওয়ায় এই পুকুর সংস্করণ  করতে গেলে তারা বিভিন্ন ভাবে বাধা দিয়ে হয়রানি করছে। তাদের জনবল বেশী হওয়ায় তারা আমাদের উপর নানা ধরনের হয়রানিমূলক কর্মকান্ড পরিচালনা করছে।  আমি আমার পিতার একমাত্র ছেলে হওয়ায় তাদের লাঠি শক্তির কাছে পেরে উঠছিনা। আমি চাই বিজ্ঞ আদালত আমাদের জন্য ন্যায় বিচার করবেন।

এ বিষয়ে বাদী মোঃ আবুল খায়ের বলেন, আমার বাড়ির  সীমানা পুকুরের মধ্যে  থাকায় আমি অভিযোগ করেছি।এছাড়াও পুকুরের  জায়গা ২ নং খাস। তারা ভুয়া কাগজ পত্র বানিয়ে  পুকুর দখলের জন্য চেষ্টা  করছে। তারা যে ঘটনার কথা বলেছে তা সম্পন্ন মিথাা ।

এমএসএম / এমএসএম

রংপুরে প্রয়াত নেতা মোজাফফর হোসেনের পরিবারের খোঁজখবর নিলেন তারেক রহমান

চট্টগ্রামে সিএমএম আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজস্থলীতে চুশাক পাড়ায় টেবিল টেনিসের কন্যাকে উষ্ণ সংবর্ধনা,

কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ে চার হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার

নন্দীগ্রামে মটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখী সংঘর্ষে নিহত ২

মোরেলগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগ

মদন পৌরসভায় বিএনপির ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

সরিষাবাড়ীতে সেনা অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক

তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছ, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হবে: মিয়া গোলাম পরোয়ার

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভোলায় ইসি মো.সানাউল্লাহ