তামিমের পর রিশাদ ঝড়, সিরিজ বাংলাদেশের

তানজিদ তামিম ও রিশাদের ব্যাটে চড়ে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় লঙ্কানরা। শ্রীলঙ্কার দেওয়া ২৩৬ রানের জয়ের লক্ষ্য ব্যাটিং করতে নেমে তানজিদ তামিমের ৮৪ ও শেষের দিকে রিশাদ হোসেনের ১৮ বলে ৪৮ ব্যাটিং তান্ডবে ৬ উইকেটে হারিয়ে জয় পায় টাইগাররা। লঙ্কানদের দেয়া ২৩৬ রানের লক্ষ্য সহজে পাড়ি দেয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। অবশ্য ওপেনিংয়ে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বিজয়। লাহিরু কুমারার ফুল লেংথ বলে ড্রাইভ খেলতে গিয়ে কাভারে ধরা পড়েছেন আভিষ্কা ফার্নান্দোর হাতে।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি কুমারার বেরিয়ে যাওয়া বল তাড়া করতে গিয়ে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ৫৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে এরপর লড়াইয়ে রেখেছেন তাওহীদ হৃদয় ও তানজিদ। এই দুজনের ৪৯ রানের জুটি ভেঙেছে হৃদয় ফিরলে। তাকেও সাজঘরে ফিরিয়েছেন কুমারা। শান্তকে এই পেসার করেছিলেন শর্ট বল। সেই বলেই ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে আউট হন হৃদয়। তার ৩৬ বলের ইনিংস থামে ২২ রানে। মাহমুদউল্লাহ রিয়াদও পা দিয়েছেন কুমারার ফাঁদে। অফ স্টাম্পের বাইরের বলে মাহমুদউল্লাহ খোঁচা দিয়ে আউট হয়েছেন ৪ বলে ১ রান করেই।
দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন তানজিদ। আগের ওভারগুলোতে ওয়ানিন্দু হাসারাঙ্গার ওপর চড়াও হয়েছিলেন তিনি। এবার তার হাতেই উইকেট বিলিয়ে দিয়েছেন এই ওপেনার। বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে আউট হয়েছে ৮১ বলে ৮৪ রানের ইনিংস। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দেন শেষ স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। এই দুজনের ব্যাটে ভর করেই রানের চাকা সচল রাখে বাংলাদেশ।
এই জুটিতেই জয়ের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। মুশফিক ও মিরাজের ৪৮ রানের জুটি ভেঙেছেন হাসারাঙ্গা। এই লেগ স্পিনারের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেতে প্রমোদ মাদুশানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। পরের বলে এসেই স্লগ সুইপ করে দারুণ এক ছক্কা মারেন রিশাদ হোসেন। হাসারাঙ্গার সেই ওভার থেকে দুই ছক্কা ও এক চারে রিশাদ নেন ১৬ রান।
হাসারাঙ্গার পরের ওভারে দুই ছক্কা তিন চারে রিশাদ নিয়েছেন ২৪ রান। ১৮ বলে ৪৮ রানের ক্যামিও খেলে বাংলাদেশকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি। ৩৬ বলে ৩৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন মুশফিকুর রহিমও। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা।
এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি কুশল মেন্ডিস। তবে অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমান করার আগেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার। স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই প্যাভিলিয়নে ফেরেন পাথুম নিসাঙ্কা ও আভিশকা ফার্নান্ডো। নতুন বলে লঙ্কানদের চোখ কপালে তোলে দেন তাসকিন আহমেদ। দুটি উইকেটই নেন এই পেসার। তবে জোড়া আঘাত থেকে লঙ্কানদের উদ্ধারের দায়িত্ব দেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। এই দুজনের ব্যাটে ধাক্কা সামাল দিয়ে পাওয়ার প্লে শেষ করে শ্রীলঙ্কা।
তবে পাওয়ার প্লে শেষ হতে না হতেই মুস্তাফিজুর রহমানকে উইকেট দিয়ে বসে শ্রীলঙ্কা। উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ১৫ বলে ১৪ রান করে ফেরেন সাদিরা। সঙ্গী হারালেও চারিথ আসালঙ্কাকে নিয়ে লড়তে থাকেন লঙ্কান অধিনায়ক। এই জুটিতে ম্যাচে ফেরার চেষ্টায় থাকলেও বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন রিশাদ হোসেন। কুশল মেন্ডিসকে ২৯ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় করেন এই লেগ স্পিনার। ৪ উইকেট হারানো লঙ্কানদের পক্ষে এরপরের লড়াইটা ছিল বড় কঠিন।
আসালঙ্কা ও জানিথ লিয়ানাগে মিলে দলকে ১০০'র ঘরে নিয়ে যান। তবে উইকেতে থিতু হয়েও মুস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান আসালঙ্কা। ৩৭ রানে তিনিও ফেরেন মুশফিককে ক্যাচ দিয়ে। এরপর মেহেদি হাসানকে স্লগ সুইপ করতে গিয়ে ১৮ বলে এক রানে ফেরেন দুনিথ ভেল্লালাগে। ব্যাটারদের এই আসা-যাওয়ার মিছিলে লড়াই চালিয়ে যান জানিথ। ৬৫ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে দলীয় রান দেড়শ পার হতেই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বিদায় করেন মিরাজ। তবে সঙ্গী হারিয়েও যেন থেমে যাননি জানিথ। নীচের দিকের ব্যাটারদের নিয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন এই ব্যাটার।
দলকে চোখের পলকে নিয়ে যান ২০০'র ঘরে। নিজেও হাঁটতে থাকেন সেঞ্চুরির পথে। তবে মুস্তাফিজ চোট পাওয়ায় তার বদলে বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সৌম্য সরকার। মাহেশ থিকসানাকে বিদায় করেন তিনি। সঙ্গী হারালেও নীজের মাইলফলকের দিকে হাঁটতে থাকেন লিয়ানাগে। শেষ ওভারে তাসকিনকে কভারের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যদিও শেষের দিকে ২৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১০১ রানে অপরাজিত থাকেন এই লঙ্কান।
এমএসএম / এমএসএম

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড
