ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

গুরুদাসপুরে ভাড়ায় মারামারি করতে এসে পুলিশের হাতে চারজন আটক


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২৪ বিকাল ৫:৪৬

নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে গুন্ডা বাহিনী দিয়ে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে বিবাদী সালাম ও তার বাহিনীর বিরুদ্ধে। এঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত আহত হয়েছে ৯ জন। এঘটনায় আব্দুল মজিদ ১৪ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার ২২ মার্চ সন্ধায় উপজেলার চাপিলা ইউনিয়নের পূর্ব নওপাড়া গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। এঘটনায় ৪ জনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন- মো. উজ্জল হোসেন, মো. বিপ্লব, মেহেদী হাসান  ও নজরুল ইসলাম। তারা সবাই বড়াইগ্রামের রাজাকার মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ সুত্রে জানাযায়- বেশ কয়েকদিন যাবৎ জমি নিয়ে ওই এলাকার মৃত ঝাপু প্রামানিকের ছেলে সালামের সঙ্গে মজিদের বিরোধ চলছিলো। শুক্রবার সকালে তাদের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে মারামারি হয়। এলাকাবাসির হস্তক্ষেপে সবাইকে থামিয়ে দেওয়া হয়। ক্ষিপ্ত হয়ে সালাম বড়াইগ্রাম থেকে গুন্ডা ভাড়া করে। এরপর সুযোগ বুঝে সন্ধায় ইফতার পর মফিজ মন্ডলের বাড়িতে সালামের পক্ষের কয়েকজনসহ ৮ থেকে ১০ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী হাতে দেশীয় অস্ত্র হাতুড়ি, লোহার রড, সাবল নিয়ে মজিদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এমনকি বাড়ির পাশের চায়ের দোকানে বসে থাকা প্রতিবেশী কয়েকজনকেও মারধর করে তারা। এসময় এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে গুন্ডা বাহিনীকে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়। এঘটনায় মফিজ, খলিল মন্ডল, জহির আলী, নিরব, দেলোয়ার, আমিরসহ উভয় পক্ষের অন্তত নারীসহ ৯ জন গুরুত্বর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করে এবং পরিবেশ শান্ত করে।

আহত প্রতিবেশী দিলদার হোসেন বলেন- আমি এঘটনার কিছুই জানিনা। ইফতার শেষে মফিজের বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ খলিলের বাড়িতে মারামারির একপর্যায়ে আমাকেও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সালামের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী। এসময় চায়ের দোকানে বসে থাকা আরোও কয়েকজনকে মেরেছে তারা।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন- মারামারির বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে  থানা পুলিশ সদস্য ও ডিবির সদস্যদের সহযোগীতায় পরিস্থিতি শান্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের তৎপরতা চলছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন বিএনপির নেতা হাক্কে মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত