তিতুমীর কলেজে সাংবাদিক হামলার জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক সাব্বিরের ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে সাংবাদিক নেতারা।
শনিবার দুপুরে সরকারি তিতুমীর কলেজের সামনে কলেজের সাংবাদিক সমিতির আয়োজনে মানববন্ধন থেকে হুশিয়ারি দিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের বহিষ্কারের দাবি জানান।
প্রশাসন, ছাত্র সংগঠন, কলেজ কতৃপক্ষের কঠোরতা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বজায় রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতারা। আগামী এক দিনের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে রোববার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হয়।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদের সঞ্চালনায় ও সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা প্রফেসর কামাল হায়দার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরসিদ আলম, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়েজ রেজা, জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শ্বপ্না চক্রবর্তী, সময় টিভির সিনিয়র রিপোর্টার সানবিন রূপল, বিডিনিউজের সিনিয়র রিপোর্টার ওবায়দুল রহমান মাসুম, ক্যাব নেতা জেমসন মাহমুদ, এশিয়ান টিভির বার্তা সম্পাদক মাহবুব জুয়েল জিটিভির সিনিয়র প্রডিউসার তুষার জামিল প্রমুখ।
শুক্রবার কলেজ ক্যাম্পাস থেকে ইফতার করে ফেরার পথে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদের ওপর রড, লাঠি নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ১০ থেকে ১৫ জন মিলে বেধরক পিটিয়ে জখম করে সাব্বিরকে। অভিযোগ আছে তারা সবাই তিতুমীর কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকার অনিয়ম চাঁদাবাজি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করারায় ক্ষুব্ধ ছিলো ছাত্রলীগ। সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের ইন্ধনে এমন হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল পরে সোহরাওয়ার্দী হাসপাতালে তাকে ভর্তি করা হয় সাব্বিরকে। ঘটনার সংশ্লিষ্টতায় তিতুমীর কলেজ শাখার ছাত্রলীগ সহ সম্পাদক ইমরুল রুদ্রকে বহিস্কার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। থানার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
Sunny / Sunny
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন