তাড়াশে সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে ৬ নং তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে ভূয়া রেজুলেশন করে প্যানেল চেয়ারম্যান হোন আকতার হোসেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে ২৫ মার্চ ২০২৪ ইং সিরাজগঞ্জ জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মোছাঃ মর্জিনা খাতুন । মর্জিনা খাতুনের অভিযোগ সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় আর একই বছরের ২ আগষ্ট নির্বাচিত চেয়ারম্যান মোঃ বাবুল শেখ সহ ইউপি সদস্যগণ দায়িত্ব গ্রহন করেন। কিন্তু ২০১৭ সালে তাড়াশ পৌরসভা গঠনের পর প্রায় ৪ টি ওয়ার্ড নিয়ে চেয়ারম্যান পরিষদ চালিয়ে আসছিলেন চেয়ারম্যান বাবুল শেখ। ১৫ জুন ২০২৩ ইং চেয়ারম্যান পদ থেকে পদ ত্যাগ করে পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করেন তিনি। সেই দিন থেকে উপজেলা নির্বাহী অফিসার চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষনা করেন। কিন্ত পদত্যাগ করার আগেই চেয়ারম্যান বাবুল শেখ আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে প্রভাব খাটিয়ে ভূয়া রেজুলেশন করে মোঃ আকতার হোসেন কে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়। নিয়ম অনুযায়ী নির্বাচিত জন প্রতিনিধিগণ দায়িত্ব গ্রহনের পর প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন। সে অনুযায়ী তাড়াশ সদর ইউনিয়নে প্রথম সভায় ১ নং প্যানেল চেয়ারম্যান মোঃ শামচুল আলম,২ নং প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও ৩ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে আমি মোছাঃ মর্জিনা খাতুন কে বানানো হয়। পরবর্তীতে ১ নং প্যানেল চেয়ারম্যান পদত্যাগ করেন ও ২ নং প্যানেল চেয়ারম্যান মৃত্যু বরণ করেন। নিয়ম অনুযায়ী আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা। কিন্ত অনিয়ম করে রাতারাতি ভূয়া রেজুলেশন করে আকতার হোসেন কে প্যানেল চেয়ারম্যান করেন বাবুল শেখ। এ ব্যাপারে অভিযোগকারী তাড়াশ সদর ইউনিয়নের (৪.৫.৬) নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মোছাঃ মর্জিনা খাতুন বলেন, চেয়ারম্যান বাবুল শেখ দায়িত্ব থেকে পদত্যাগ করার আগে রাতারাতি ৩ মাস আগের ভূয়া রেজুলেশন দেখিয়ে প্রভাব খাটিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে আকতার হোসেন কে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়। আমি এর ন্যায় বিচার চেয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। আকতার হোসেন প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকেই বিভিন্ন দূর্নীতির সাথে জড়িয়ে পরিষদের ভাবমূর্তি নষ্ট করছেন। এ দিকে ৭ নং ওর্য়াডের বোয়ালিয়া গ্রামের ইউপি সদস্য মোঃ সোলেয়মান হোসেন বলেন, প্রথম সভায় যে ৩ জন কে প্যানেল চেয়ারম্যান করেছিলেন তাদের কাউকে না দিয়ে আকতার হোসেন কে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বদেন বাবুল শেখ। আমরা বিষয়টি জানিনা। শুধু চেয়ারম্যান বললো আজ থেকে আকতার প্যানেল চেয়ারম্যান। এ বিষয়ে ৬ নং তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকতার হোসেনের মতামত জানতে বার বার ফোন করেও তিনি ফোন রিসিভ করেনি। ভূয়া রেজুলেশন করে প্যানেল চেয়ারম্যান বানানোর বিষয়ে সে সময়ের নির্বাচিত চেয়ারম্যান মোঃ বাবুল শেখ বলেন, আমি পৌর নির্বাচনে অংশ গ্রহনের জন্য পদ ত্যাগ করার আগে ২ মার্চ ২০২৩ ইং তারিখে রেজুলেশন করে মোঃ আকতার হোসেন কে প্যানেল চেয়ারম্যান বানাই। তার এ রেজুলেশনটি আইনগত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার সঠিক আইন জানা ছিলো না। আইনগত হয়েছে কিনা তাও বলতে পারবো না।
এমএসএম / এমএসএম
রংপুরে প্রয়াত নেতা মোজাফফর হোসেনের পরিবারের খোঁজখবর নিলেন তারেক রহমান
চট্টগ্রামে সিএমএম আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
রাজস্থলীতে চুশাক পাড়ায় টেবিল টেনিসের কন্যাকে উষ্ণ সংবর্ধনা,
কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
ঠাকুরগাঁওয়ে চার হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার
নন্দীগ্রামে মটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখী সংঘর্ষে নিহত ২
মোরেলগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগ
মদন পৌরসভায় বিএনপির ধানের শীষের নির্বাচনী গণসংযোগ
সরিষাবাড়ীতে সেনা অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক
মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক
তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছ, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হবে: মিয়া গোলাম পরোয়ার