সুবর্ণচরে বহিরাগত ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

নোয়াখালী জেলার সুবর্ণচরে বহিরাগত ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেয়ার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অসহায় শত শত ভূমিহীন ও ভুক্তভোগী পরিবার।৪ এপ্রিল (বৃহস্পতিবা) বেলা ১১ টায় চর জুবলী ইউনিয়নের স্লুইস গেট বাজার সংলগ্ন প্রধান সড়কে ভূমিহীদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভূমিহীনরা বলেন, চর বাগ্যায় প্রায় ৫০ একর সরকারী খাসজমি কাগজ পত্র করে ভূমিহীনগন নথি সীজন পূর্বক ঘরবাড়ী নির্মান করে বসবাস করিয়া আসিতেছি। দীর্ঘদিন দখলে থাকা ভূমিহীনদের বাড়ী ঘর, মসজিদ, মোক্তব ডোবা, নালা, খাল বিল অবৈধ ভাবে দখল করার চষ্টা চালিয়ে আসছে এজি গ্রুপ নামের একটি প্রতাষ্ঠান। ক্ষতিগ্রস্থ ভূমিহীনরা বলেন, আমরা ২০০২ চর বাগ্যায় বাগান পরিস্কার করে সরকারি খাস জায়গায় বসবাস শুরু করি, পরবর্তীতে ২০০৭ সালে সিডিএসপি মাঠ জরিপে দখল প্রমাণিত হওয়ায় ভুমিহীন শতাধিক পরিবারকে টোকেন স্লিপ প্রদান করে, কিন্তু অসাধু বহিরাগত একটি ভূমিদস্যু চক্র ভুমিহীনদের নামে খতিয়ান হওয়ার পূর্বেই আমাদের ওপর নির্যাতন ও হামলা করে দখল নেয়।
ঐ জায়গাতে ফ্যক্টরী, মেল কারখানা হবে এবং ভূমিহীন পরিবারের কর্ম সংস্থানের আশ্বাস দেন কিন্তু দীর্ঘ বছরেও আমাদের জায়গায় কোন ফ্যাক্টরী করা হয়নি কিছুদিন পূর্বে আমরা সকল ভূমিহীন একত্র হয়ে পূনরায় আমরা আমাদের জায়গাতে ফিরে আসি।
এর পর থেকে এটি বিদেশী সংস্থার নাম ভাঙ্গিয়ে আগেরমত ভূয়া কাগজপত্র তৈরী করে একটি মহল আমাদেরকে হুমকি ধমকি গুম খুনের হুমকি দিয়ে আসছে, এর প্রতিবাদে বিভিন্ন সময় মানববন্ধন, সংবাদ সম্মেলন, প্রতিবাদ সমাবেশ করলে ঐসকল ভূমিদস্যুরা আমাদের নামে মিথ্যা গুজব রটিয়ে উচ্ছেধ করার আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে।ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বুঝিয়ে দিয়ে মাথা গোজার ঠাঁই করে দেয়ার জন্য ও ভূমিহীনরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপার, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, ভুমি কর্মকর্তা এবং চরজব্বার থানাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুমিহীন নেতা জয়নাল আবেদিন, আব্দু্ল গণি, ভূমিহীন নেত্রী নার্গিস বেগম, মনোয়ারা বেগম, মায়া বেগম, মহিমা বেগম, মোঃ ইসমাইল প্রতিবন্ধী আব্দুল হাফেজ, মাকছুদ আহম্মদ,জুলেখা আক্তারসহ অনেকে ।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
