লবণাক্ত জমিতে চিংড়ির পরিবর্তে ধান চাষ, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলন কৃষকের মুখে হাসির ঝিলিক
উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলায় তীব্র লবণাক্ত জমিতে এবার বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফিরেছে। এ উপজেলায় তীব্র লবণাক্ত জমিতে বাগদা চিংড়ি চাষ হয়ে আসলেও চিংড়িতে রোগবালাইসহ ঘনঘন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকরা বোরো ধান চাষে এগিয়ে এসেছেন। উপকূলীয় ও লবণাক্ত জমিতে লবণ সহিষ্ণু জাতের বোরো আবাদে এবার রেকর্ড ফলন হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) উপজেলার কয়রা সদর, বাগালী, আমাদী, ও মহারাজপুর ইউনিয়নের কয়েকটি মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা উৎসাহ নিয়ে ধান কাটার উৎসবে মেতেছেন । কেউ কেউ তীব্র দাবদাহ উপেক্ষা করে ধান ঘরে তুলছেন। কৃষকের আঙিনায় ধান মাড়াইও চলছে পুরো কয়রা উপকূলীয় অঞ্চলে।ভাল ফলন পাওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক। কৃষি অফিস বলছে, কয়রা অঞ্চলে বোরো ধান আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা ছাড়িয়ে গেছে। এবার ফলনও বেশ ভালোই হয়েছে। । কয়রা কৃষি সম্প্রসারণ অফিস জানিয়েছে, উপজেলায় মোট ফসলি জমি ১৭২৭৪ হেক্টর, এবছর পতিত ছিলে ৭২৮৮ হেক্টর জমি, গত বছর বোরো আবাদ হয়েছিলো ৪৯২৫ হেক্টর। এবার বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৯২৫ হেক্টর জমি। তবে তা ছাড়িয়ে অন্য ফসলের পাশাপাশি বোরো আবাদ হয়েছে ৫ হাজার ৭২৫ হেক্টর। যা লক্ষ্য মাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। উপজেলায় বোরোর বাম্পার ফলন হওয়ায় কৃষকরা উৎসাহ নিয়ে নতুন ধান ঘরে তুলতে নেমেছেন মাঠে মাঠে।
উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন আশা করা যাচ্ছে বেশ ভালোই হবে। তবে ঈদের আগের তাপদাহের কারণে জমিতে বেশি পরিমাণ সেচ দিতে হয়েছে। এতে খরচ কিছুটা বেশি হয়েছে। ডিপটিউবওয়েলগুলোতে পানি কম উঠায় কৃষকদের দিনরাত জেগে পানি দিতে হয়েছে। এ ছাড়াও ধানের ভালো দাম নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন কৃষকরা।কৃষকরা জানান, সকল প্রকার সারের দাম বস্তাাপ্রতি ২৫০ টাকা বেড়ে যাওয়ায় ধানের আবাদের খরচ বেড়ে গেছে এবার। তবে ধানের দাম ভালো পেলে কৃষকরা লাভবান হবেন। বর্তমানে বাজারে ধানের যে দাম তা নিয়ে খুশি নন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন বলেন বলেন, 'আমন ফসল ওঠার পর এই এলাকার কৃষি জমিতে ৮ থেকে ৯ পিপিটি মাত্রার লবণাক্ততা থাকে। কিন্তু, কয়েকটি লবণ সহিষ্ণু জাতের বোরো ধান এখানে চাষ করা হয়েছে এবং রেকর্ড পরিমাণ ফলন পাওয়া গেছে। আমনের দ্বিগুণ ফলন পাওয়ায় কৃষকরাও খুশি।'তিনি আরও বলেন, 'প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ১০ কেজি করে বীজ, ২০ কেজি সার বিনামূল্যে দেওয়ার পাশাপাশি বোরা ধান চাষাবাদে কৃষি অফিসের পক্ষ হতে কৃষকদের পাশে গিয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে।
মহারাজপুর গ্রামের কৃষক কবির হোসেন (৪৫) জানান, তিনিও ৯০ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেছেন। এতে চাষাবাদ, সেচ, সার, ওষুধসহ মোট খরচ হয়েছে প্রায় ৩৪ হাজার টাকা। তিনি এ জমিতে ধান পেয়েছেন ১৩৫ মণ যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। তার লাভ হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। কবির হোসেন বলেন, 'আমাদের জমিতে বছরে শুধু একটি ফসল ফলাতে পারতাম। লবণাক্ততার কারণে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ৭ মাস জম পতিত থাকত। কিন্তু, কৃষি অফিসের পরামর্শে এ বছর সেই লবণাক্ত জমিতে বোরো ধানের চাষ করে ভালো ফলন পেয়েছি।
কয়রা সদর ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামের কৃষক মোস্তফা , গুড়িয়াবাড়ি গ্রামের কৃষক আব্দুল্লাহ ও মহেশ্বরীর ইউনিয়নের রঞ্জিত মন্ডল জানান, আমাদের উপকূলীয় এলাকার মাটি ও পানিতে তীব্র লবণাক্ততা থাকে। সে কারণে আমরা জমিতে বাগদা চিংড়ির চাষ করে থাকি। চিংড়িতে রোগবালাইসহ ঘনঘন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রায় প্রতি বছরই আমাদের ক্ষতির মুখে পড়াসহ লবণ পানির কারণে অন্য কোন ফসল হতনা তাই উপজেলা কৃষি অফিস লবণ সহিষ্ণু জাতের উন্নত জাতের বোরো ধান চাষে কৃষকদের আগ্রহী করার পাশাপাশি সময়মতো বীজ, সার ও কৃষি উপকরণ দিয়ে সহায়তা করায় এবার বাম্পার ফসল পেয়েছি।
কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কয়রা হচ্ছে তীব্র লবণাক্ত জলাভূমি এলাকা। এই এলাকার কৃষকরা ধান চাষের চেয়ে চিংড়ি চাষে বেশি আগ্রহী ছিল। গত কয়েক বছর ধরে বাগদা চিংড়িতে রোগবালাইসহ ঘনঘন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছেন কৃষকরা।তাই লবণ পানি উত্তোলন বন্ধ করে বাগদার পরিবর্তে এ অবস্থায় গত কয়েক বছর ধরে কৃষি বিভাগ কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকদের লবণ সহিষ্ণু জাতের উন্নত জাতের ধান চাষে আগ্রহী করতে প্রশিক্ষণ প্রদর্শনী প্লটের পাশাপাশি সময়মতো বীজ, সার ও কৃষি উপকরণ দিয়ে সহায়তার কাজ শুরু করে। বদলে যেতে থাকে কয়রা ধান উৎপাদনের চিত্র। কয়রায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আগামীতেও কয়রা লবণসহিষ্ণু জাতের উন্নত জাতের ধান চাষ আরও ফলন বাড়বে বলে জানান এই কৃষি কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪
ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত