ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বড়ঘোপ ইউনিয়ন আ'লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৯-৮-২০২১ রাত ১২:০

কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী৷ বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক৷ বড়ঘোপ ইউনিয়ন আ'লীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা আ'লীগ সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, জেলা আ'লীগ সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকম, সহ-সভাপতি মাহাবুল আলম মাতবর, সহ-সভাপতি আরিফ মোশারফ, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মো. তাহের, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়ন আ'লীগ আহ্বায়ক আজমগীর মাতবর, উপজেলা আ'লীগ সদস্য রমিজ আহমদ কুতুবী, উপজেলা যুবলীগ আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, বড়ঘোপ ইউনিয়ন আ'লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ছরওয়ার আলম ছুট্টু, কুতুবদিয়া উপজেলা আওয়ামী বাস্তুহারা লীগ সভাপতি মনির আহমদ মাতবর, জাতীয় শ্রমিকলীগ সদস্য সচিব ছৈয়দ মোজাম্মেল হক, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি এইচ এম সাজ্জাদ প্রমুখ৷

উপস্থিত ছিলেন- উপজেলা আ'লীগ সিনিয়র সহ-সভাপতি মৌ. মো. তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান সিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রেজাউল করিম, শ্রমবিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, দপ্তর সম্পাদক মাষ্টার আবু ইউসুফ, উপ-দপ্তর সম্পাদক কাইমুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক এম নুরুল ইসলাম কুতুবী, যুবলীগ যুগ্ম-আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন, কৃষকলীগ যুগ্ন সাধারণ সম্পাদক কাইছার সিকদার, ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিনসহ বড়ঘোপ ইউনিয়ন ও ওয়ার্ড় আওয়ামী লীগের নেতৃবৃন্দ৷ 

কক্সবাজার জেলা আ'লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ইতিহাস সাক্ষী দেয় সমগ্র জাতিকে বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে৷ বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহাস আদর্শের নাম৷

সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, ’৭৫-এর ঘাতকরা বঙ্গবন্ধুকে শুধু ভয় পায়নি, বঙ্গবন্ধুর রক্তকেও ভয় পেয়েছিল। বঙ্গবন্ধুর নিথর দেহকেও ভয় পেয়েছিল। সেজন্য ঢাকায় বঙ্গবন্ধুর লাশ দাফন করতে না দিয়ে টুঙ্গিপাড়ায় পাঠিয়েছিল৷ বঙ্গবন্ধুর মৃত্যুর শোক আজ শক্তি হয়ে আমাদের মাঝে বিরাজ করছে৷ তিনি আগামী স্থানীয় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার জন্য উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের তাগিদ দেন৷

পরে নেতৃবৃন্দ ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগদানের উদ্দেশ্যে রওয়ানা দেন৷

এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন