কাফরুল থানার ওসি ফারুকের একাধিক ফ্লাট ও গাড়ির অর্থের উৎস কোথায়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ফারুক এর কোটি টাকা মূল্যের একাধিক ফ্লাট ও দামী গাড়ির সন্ধান পাওয়া গেছে । শুধু তাই নয় তার নিজ জেলা দিনাজপুর জেলার পার্বতীপুর থানার চার নম্বর পলাশবাড়ী ইউনিয়নের নিজ গ্ৰামে করেছেন রাজ প্রাসাদ-সম বাড়ি । কিনেছেন কোটি টাকার জমি । তিনি ব্যবহার করেন একাধিক গাড়ি । আপন সহদর ভাইকে চার নম্বর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাতে, টাকার যোগান দিয়েছেন তিনি । অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন অনেক চাঞ্চল্যকর তথ্য ।
নির্ভরযোগ্য ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র নিশ্চিত করেছে, ঢাকা মেট্রো ল -১২-৪১৪২ নং গাড়িটি তিনি নিজের ব্যবহার করেন । গাড়ির সামনে গ্লাসের উপর পুলিশের সরকারী লোগো সম্বলিত স্টিকার লাগানো আছে। তার একটি দামী গাড়ি আছে যার ক্রয় মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা, সেই গাড়িটি তার পরিবার ব্যবহার করে বলে জানান।
ইতিপূর্বে চাকরির সুবাদে তিনি শাহ-আলী থানায় সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারপর ইন্সপেক্টর (তদন্ত )থাকা অবস্থায় দারুস সালাম ও কাফরুল থানায় এবং পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে খিলগাঁও থানা তারপর শাহজাহানপুর থানায় কিছুদিন থাকার পর আবারো কাফরুল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন । জনশ্রুতি আছে তিনি,সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সময় বিপুল পরিমাণ টাকা দেন-দরবার করেই কাফরুল থানায় ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন । এসব কারণেই কি তিনি বারবার মিরপুর ডিভিশন কে পছন্দের তালিকায় রেখেছেন ?
এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে। নাম প্রকাশ না করা শর্তে একজন বলেই ফেলেন, তার এত টাকার উৎস কোথায়, দুদক সহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর বিষয়টি যাচাই-বাছাই করা উচিত ।
সরেজমিন ও একাধিক সূত্র নিশ্চিত করেছে, প্রায় চার বছর আগে তিনি দারুস সালাম থানাধীন বর্ধন বাড়ির রোডের (এসি অফিসের পাশে)বাড়ি নং -৬ এর সপ্তম তলায় যথাক্রমে ২৩০০ স্কয়ার ফিট ও ২২০০ স্কয়ার ফিটের দুটি ফ্ল্যাট ক্রয় করেছেন, যার ওই সময়কার মূল্য ছিল প্রায় দুই কোটি টাকা, এছাড়া শাহ আলী থানাধীন প্রিয়াঙ্কা হাউজিংয়ের রোড নং -১, বাড়ি নং -১১,১৩,১৫ সপ্তম তলায় কিনেছেন ১৪০০ স্কয়ার ফিটের একটা ফ্লাট, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা । সেখানে তিনি এখন স্ব-পরিবারে বসবাস করেন ।
কাফরুল থানা এলাকায় খবর নিয়ে জানা যায়, কাফরুল থানার ওসির আদায়কারী হিসেবে পরিচিত আনসার সদস্য নুরুজ্জামানের মাধ্যমে তিনি প্রতি মাসে,মিরপুর বি,আর,টিএ,মিরপুর ১৩ ঝুট ব্যবসা, মিরপুর ১০ নম্বর মেইন রোডের ফুটপাত সহ থানা এলাকার সমস্ত ফুটপাত ,গার্মেন্টস, হোটেল, বার,মাদক ব্যবসায়ী,অবৈধ লেগুনা ও লেগুনা স্ট্যান্ড এবং অবৈধ অটোরিক্সা থেকে আয় করেন অর্ধ কোটি টাকার বেশি । প্রতিবেদকের হাতে একটি ভিডিও এসে পৌঁছেছে, যেখানে বিআরটিএ সংশ্লিষ্ট একজনকে বলতে দেখা যায়,ওসি সাহেবকে ৪/৫ লক্ষ টাকা দিয়েই প্রতি মাসে তাদের কার্যক্রম চালাতে হয় ।
বর্ধন বাড়ির ৬ নং বাড়ি হিসেবে পরিচিত বাসার কেয়ারটেকার, ইউনূসের সাথে আলাপচারিতায় জানা যায়, এই তিনটি ফ্ল্যাট ছাড়াও তার আরো ফ্লাট আছে, কিন্তু তিনি ঠিকানা জানেন না তবে ২২০০ স্কয়ার ফিটের বাসাটা ২৭৫০০ টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয়েছে,২৩০০ স্কয়ার ফিটের টা ত্রিশ হাজার টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হবে বলে জানান। ইউনূস আরো বলেন, আমি বিল্ডিং এর শুরু থেকে এখানে আছি,চার বছর হল এটা ফারুক ওসি স্যারের ফ্লাট বলেই আমরা সবাই জানি । টু-লেট টানানো নাম্বারে যোগাযোগ করলে ইঞ্জিনিয়ার আনিসুর রহমান নামীয় ব্যক্তি একই কথা বলেন ।
এ ব্যাপারে তার সরকারি নাম্বারে যোগাযোগ করা হলে,তিনি নিজেকে জমিদার বংশের ছেলে হিসাবে পরিচয় দেন এবং বলেন , তার পিতার মৃত্যুর পরে তিনি প্রায় দুই শত বিঘা জমি ভাগে পেয়েছেন ।
এমএসএম / এমএসএম

ওসমান গনির হাতে দখলকৃত সড়ক জনপথের সম্পত্তি উদ্ধারের বাধা কোথায়?

"খাজা মুঈনুদ্দিন চিশতি র. এর ধর্মীয় চিন্তা ও দর্শন" শীর্ষক সেমিনার

গভীর রাতে এক নিরীহ ড্রাইভারকে নির্যাতন

'অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়'

অবৈধভাবে শ্রমিকছাটাই বন্ধের আহ্বান বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের

কলাবাগানে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ক্যান্সার সচেতনতা দিবস পালিত

শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক পদে নির্বাচিত হলেন মনিরুল মোল্লা

উত্তরা পশ্চিম থানা ১ নং ওয়ার্ড ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত।

আওয়ামী নৈরাজ্য, সন্ত্রাসের প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল

বরিশালে মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণ মিছিল

ফিলিস্তিনিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক সংস্থার মানববন্ধন ও সংহতি সমাবেশ
