ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

কুতুবদিয়ায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১:৫৮
কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ‍এবং ১৫ আগস্টে নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য প্রবীণ রাজনীতিক শফিউল আলম কুতুবী। 
 
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেনন  কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক এমপি।
 
কুতুবদিয়া বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রমিজ আহমেদ কুতুবী ও সাধারণ সম্পাদক শওকতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো  বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান, আলী আকবর ডেইল ইউনিয়ন আ'লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর সিকদার, লেমশীখালী ইউনিয়ন আ'লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রেজু, উত্তর ধুরুং ইউনিয়ন আ'লীগের সভাপতি অধ্যাপক শফিউল মোর্শেদ, উপজেলা যুবলীগের সিনিয়র  যুগ্ম-আহ্বায়ক ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লিটন, লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কায়ছার, যুবনেতা খায়রুল বশর, বাতিঘর খেলাঘর আসরের সিনিয়র সহ-সভাপতি বঙ্গবন্ধু পরিষদের সদস্য প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ। 
 
উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, শিশু-কিশোর সংগঠন বাতিঘর খেলাঘর আসরের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। 
 
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু একদিনে সৃষ্টি হয়নি। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করলে একদিনে শেষ হবে না। বঙ্গবন্ধুকে জানতে হলে তার জীবনীগ্রন্থসমূহ পড়তে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে হবে। বঙ্গবন্ধুর দেশপ্রেমের আর্দশকে ধারণ করতে হবে। পরে স্বাধীন বাংলাদেশের বিনির্মানে আত্মত্যাগকারী সকল বীর সেনানীসহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন