ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

কাশিমপুরে নারীসহ এক জুয়াড়ি আটক, ভিটা ছেড়ে নারীকে চলে যেতে হবে রায় কাউন্সিলরের


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ২২-৫-২০২৪ রাত ১০:৩২

গাজীপুর মহানগরীর কাশিমপুরে নারীসহ এক জুয়াড়িকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ মে) কাশিমপুরের সারদাগঞ্জের কুদ্দুস মার্কেট এলাকায়  এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সারদাগঞ্জের কুদ্দুস মার্কেট  এলাকার মৃত মোশাররফ হোসেনের  বাসভবনে দীর্ঘদিন ধরে  শাহাবুদ্দিন ওরফে মিন্টু ওরফে জুয়াড়ি মিন্টুনামে এক জুয়াড়ি আসা যাওয়া করত। গত মঙ্গলবার সন্ধ্যায় মোশাররফের স্ত্রীর রুমে গেলে এলাকাবাসী মিন্টুকে আটক করে।

মিন্টু সিরাজগঞ্জ জেলার আহমেদ আলীর ছেলে, সে দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের ৪নং ওয়ার্ডে জমি ক্রয় করে ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিল।
গত কয়েক বছর আগে মোশাররফ মারা গেলে তার সাথে মিন্টুর বন্ধুত্ব সম্পর্কের সুবাদে বাসায় যাতায়াত করত।  মিন্টুকে আটককৃত বাসভবনের পাশেই মেম্বার বাড়ী জামে মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক জানান, বিকেলের দিকে একটি ফোন আসে পরে কয়েকজন মুসল্লীকে নিয়ে  কুলসুমের বাড়িতে গিয়ে তাদের ডাকলে একই রুম থেকে তারা বেরিয়ে আসে। এর আগেও একদিন রাত বারোটার দিকে ওই মিন্টুকে একই বাসা থেকে  এলাকাবাসী আটক করে উত্তর-মাধ্যম দিয়ে আর এদিকে না আসার শর্তে ছেড়ে দেয়। 

এদিকে এলাকাবাসী যখন তাদের বিচারের আওতায় আনার চেষ্টা করছিল ঠিক তখনই মিন্টুর ঘনিষ্ঠ বলে পরিচিত মনির হোসেন ওরফে বোটকামনির নামে এক ব্যক্তি ৪নং ওয়ার্ড কাউন্সিলর বিচার করবে এই বলে তাকে মোটরসাইকেলে করে নিয়ে যায় কাউন্সিলের অফিসে। পরে মিন্টু ও কুলসুমকে নিয়ে এক নালিশি দরবারে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আতাউর রহমান সিদ্ধান্ত জানায় যে, মিন্টু কুলসুমের বাড়ীর আশপাশে আসতে পারবে না, আর  কুলসুম ভিটামাটি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যাবে।কাউন্সিলরের এমন রায়ে হতবাক এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান,  মিন্টুর ঘনিষ্ঠ বলে পরিচিত গফুর, মনির কাউন্সিলরের মাধ্যমে এমন একতরফা রায় নিয়ে আসে। নাজিম নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, কুলসুমকে  অসহায় পেয়ে তার বিচার করা হলো, কিন্তু মিন্টু ঘনিষ্ঠ বলে তাকে পুরস্কৃত করা হলো।অপরাধ হয়ে থাকলে দুজনেরই হয়েছে,  শাস্তি দুজনই পাবে, আর না হয় কেউ শাস্তি পাবে না। 
এলাকার স্বামী হারা অসহায় নারীরা মিন্টুদের কাছে এভাবে নির্যাতিত, অপমানিত হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে।  আর এলাকার বিচারপতিরা ঘনিষ্ঠের অজুহাতে মিন্টুদের সহযোগীতা করে যাচ্ছে। এ ঘটনায় অসামাজিক কাজ নিয়ে মিন্টু ও কুলসুম অস্বীকার করে বলে, আমরা দুজন একই পীরের মুরীদ,  সেক্ষেত্রে আমরা ভাই-বোনও বটে। ভাই- বোন হিসেবে আমার কাছে আসতেই পারে। এ ঘটনার বিচার পক্রিকা নিয়ে ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আতাউর রহমান জানান,  এলাকার কিছু লোক মিন্টুকে আমার কাছে নিয়ে এসেছে পরে তাদের দাবীর প্রেক্ষিতে আমি মহিলাকে এলাকা ছাড়ার রায় দিয়েছি। তার ছেলে বিদেশ থেকে আসলে এবং মেয়ের পরীক্ষার পরই তাদের রায় কার্যকর হবে। একই অপরাধে মেয়েকে কেন শাস্তির পেতে হলো আর মিন্টুর বাড়ী ছাড়ার কোন শাস্তি কেন হলো না এব্যপারে জানতে চাইলে ওই কাউন্সিলর বলেন,  এলাকাবাসীর দাবিরমুখে আমি এ রায় দিয়েছি।

এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার