ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

খরচ কমাতে বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই করছে টিকটক


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ১:১৩

ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্রেও নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। তারপরই সোশ্যাল মিডিয়া কোম্পানিটি কর্মচারীদের ছাঁটাই করার ঘোষণা করে। চীনের বাইটড্যান্স নামে প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা এই টিকটকের দেখভাল করে। ইতোমধ্যেই টিকটক অ্যাপ নিষিদ্ধের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপরই ফেডারেল সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করে।
এদিকে এই নিষেধাজ্ঞার পর বাইটড্যান্স মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে চায়। তাদের অভিযোগ মার্কিন প্রশাসন টিকটকের ওপর অহেতুক চাপ সৃষ্টি করছে। প্রচারে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও মনে করছেন বাইটড্যান্স। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্ট অ্যামেন্ডমেন্ট রাইটস বা সংশোধিত নাগরিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলেও টিকটক মনে করছে।
বলা হচ্ছে, টিকটকের বিভিন্ন ফিচার মার্কিন মুলুকে বাজার ধরে রাখতে উদগ্রীব। এরি মধ্যে বাজার ও কনটেন্ট বিভাগের এক হাজারের মতো কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যদিও প্রতিষ্ঠানের আর্থিক ব্যয়ভার কমানোর জন্যই এই ছাঁটাই বলে প্রযুক্তিবিদদের মতোই মনে করেন সংস্থাটির কর্মচারীরাও। 
জানা গেছে, চীনা এই সংস্থাটি বিশ্বব্যাপী কোম্পানির অপারেশন বা পরিচালনায় যারা যুক্ত সেই টিমের প্রধানদের সরিয়ে দিতে চায়। বাকি যেসব কর্মী থাকবেন তাদের অপারেশন বিভাগ থেকে অন্যত্র বদলি করা হতে পারে। সেক্ষেত্রে তাদের মার্কেটিং,কনটেন্ট, প্রোডাক্ট টিমে যুক্ত করা হতে পারে বলে টিকটকের শীর্ষ কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন।

 

Aminur / Aminur

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

গুগল ডুডলে নতুন বছর বরণ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ

বিজয় দিবস উপলক্ষে ঢাকা-কক্সবাজার- ফ্রি এয়ার টিকেট জেতার সুযোগ দিল পিপলএনটেক

বন্ধ হচ্ছে একক ব্যান্ডের রাউটার