ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি শেকৃবি শিক্ষকদের


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ৪:১২

সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং এ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সর্বস্তরের সকল শিক্ষকবৃন্দ।

রোববার (২৬ মে) সকাল ১১ টায় কৃষি অনুষদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এ সময় তাঁরা সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিলের পাশাপাশি স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়নের দাবি জানান। দাবি আদায়ে শিক্ষক ফেডারেশনের সাথে একাত্মতা প্রকাশ করে সকল কর্মসূচি পালন করবেন বলে হুশিয়ার দেন।

মানববন্ধনে শেকৃবির সাবেক ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ বলেন, আমরা এর আগেও স্বতন্ত্র পে স্কেলের আবেদন করেছি যা কার্যকর হয়নি। আরেকটি উদ্বেগের বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫। এই স্কীমের অধীনে আসলে তা আবার ৬০ হয়ে যাবে কিনা। আবার এখানে বলা হয়েছে, ৭৫ বছরের বেশি বয়স্ক হলে টাকা পাবে না। কিন্তু এখন তো গড় আয়ু বেড়েছে। মানুষ আরো বেশি বাঁচে। তাহলে সে ক্ষেত্রে কি হবে৷ এখন শিক্ষকরা কি নিজেদের একাডেমিক মান উন্নয়ন করবে নাকি তাদের বেঁচে থাকার লড়াই করবে। তাহলে দেখা যাবে, মেধাবীরা আর শিক্ষকতায় আসবে না। দেশের বাইরে চলে যাবে। ফলে বিশ্ববিদ্যালয়গুলা মেধাহীন হয়ে পড়বে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, কেও বা কারা চক্রান্ত করে মেরুদন্ড ভেংগে দিতে চাইছে, এ বারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন চক্রান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে যারা ঘিরে রাখেন তারা তাকে ভুল বুঝিয়েছেন৷ আবারো এই চক্রান্ত চলছে। আমরা বৈষম্যের শিকার। যতদিন দাবি পূরণ না হবে ততদিন শিক্ষক ফেডারেশনের কার্যক্রমের সাথে আছি আমরা।

শেকৃবি শিক্ষক সমিতির সভাপতি কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.মো. মিজানুর রহমান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহ হারাবেন। এখানে শিক্ষকেরা পদোন্নতি পান নতুন একটি নিয়োগের মাধ্যমে। ফলে দেখা যাবে, পদোন্নতি পাওয়ার পর বর্তমান শিক্ষকেরাও সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পড়বেন। তাই অনতিবিলম্বে এই বৈষম্যমূলক স্কিমের আওতা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মুক্ত রাখতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড. মো.সেকেন্দার আলী, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ডিন অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক ইত্যাদি।

এমএসএম / এমএসএম

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা

ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার