ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মাটি হয়ে যাচ্ছে রেলের কয়েক কোটি টাকার অকেজো গাড়ি


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২৯-৫-২০২৪ দুপুর ১:৫০

অযত্ন অবহেলা ও রক্ষণা বেক্ষণের অভাবে মাটির সাথে মিশে যাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চলের কয়েক কোটি টাকার অকেজো গাড়ি। সময়মতো নিলামের মাধ্যমে বিক্রি করতে পারলে যে পরিমান রাজস্ব পাওয়ার সম্ভাবনা ছিল তা ক্রমশই ক্ষীণ হয়ে পড়ছে। দ্রুত সময়ে নিলাম করতে না পারলে সবকিছু মাটি হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে লোকবল সংকটের কারণে যথাসময়ে পরিত্যক্ত গাড়ির তালিকা করতে না পারায় টেন্ডার আহবান করা যাচ্ছে না বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।
জানা যায়, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন দফতরের কাজে ব্যবহৃত গাড়িগুলো একসময় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন সেগুলো খোলা আকাশের নিচে জমিয়ে রাখা হয়। এসব পরিত্যক্ত গাড়ি নিলামের মাধ্যমে বিক্রি করে রাজস্ব আদায় করতে পারে কর্তৃপক্ষ। কিন্তু নিয়ম কানুনের দোহাই দিয়ে ও কতিপয় কর্মকর্তার অলসতা বা অবহেলার ফলে এক যুগে বেশি সময় ধরে এভাবে পড়ে থেকে গাড়ির বডিগুলোও মাটির সাথে মিশে যাচ্ছে। এই অবস্থায় নিলাম করা না হলে কিছুদিন পরে স্ক্র্যাপ হিসেবেও কেউ কিনবেনা। ফলে মোটা অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠান ও সরকার।
সংশ্লিষ্ট সুত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে, প্রকৌশল, যন্ত্র প্রকৌশল, বাণিজ্যিক, ভূমি, অপারেশন, স্টোরস, নিরাপত্তা, হিসাবসহ বিভিন্ন দফতর রয়েছে। এসব দফরের ব্যবহৃত গাড়ি অকেজো হয়ে থাকলে তারা পরবর্তী কার্যার্থে সেসব গাড়ির তালিকা জিএম বরাবরে প্রেরণের কথা। কিন্তু সেসব দফতর থেকে তালিকা না পাওয়ায় কার্যকর কোন ব্যবস্থা নিতে পারছেনা জিএম।  
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক সুত্রে জানা যায়, কোন গাড়ি যখন অকেজো হয় তখন গাড়ির সাথে ব্যাটারী, ওয়ারিংসহ অনেক দামি খুচরা যন্ত্রাংশ থাকে। যত্রতত্র পড়ে থাকার ফলে এসব গাড়ি থেকে মালামাল চুরি হতে থাকে। একটা সময়ে গিয়ে শুধুমাত্র বডি ছাড়া আর কিছু থাকেনা।  পরে আস্তে আস্তে গাড়ি বডিও মাটির সাথে মিশে গিয়ে লোহা মাটি এশাকার হয়ে যায়। তখন এগুলো আর বিক্রি হওয়ার সম্ভাবনাও থাকেনা। চোর চক্রের সুবিধার কথা বিবেচনা করে যথাসময়ে টেন্ডার না করার বিষয়টিও একেবারে উড়িয়ে দেয়া যায়না।  
এব্যপারে রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম বলেন,কোন গাড়ি যখন চলাচলের অনুপযোগী হয় তখন তা বিআরটিএ বা বুয়েট/চুয়েটের ইঞ্জিনিয়ার দ্বারা পরিক্ষা নিরিক্ষা করে চলাচলের অযোগ্য বা অকেজো ঘোষণা করতে হয়। ঘোষণা হওয়ার পর কয়টি গাড়ি পরিত্যক্ত হয়েছে স্ব স্ব দপ্তর প্রধান তার একটি তালিকা প্রস্তুত করে জিএম বরাবরে প্রেরণ করবেন, জিএম তখন ওই পরিত্যক্ত গাড়িগুলো নিলাম করে রাজস্ব আদায়ের ব্যবস্থা করবেন। তবে আমাদের এই কাজগুলো চলমান আছে। পরিপূর্ণ তালিকা পেলেই আমরা নিলামের মাধ্যমে বিক্রি করে রাজস্ব আদায় করব। ইতিমধ্যে কিছু গাড়ি মাটির সাথে এমনভাবে মিশে যাচ্ছে যা স্ক্র্যাপ হিসেবেও বিক্রি হবেনা এই বিষয়ে তিনি বলেন, আমাদের লোকবল সংকটের কারনে একজন অফিসারকে এশাধিক দায়িত্ব পালন করতে হয়, যে কারনে সঠিক সময়ে সঠিক কাজ করতে অনেক বেগ পেতে হয়, ফলে সময়মতো সবকিছু করা সম্ভব হয়না। তবু চেষ্টা করছি যতদ্রুত সম্ভব গাড়িগুলো নিলাম করার জন্য।

এমএসএম / এমএসএম

বিএনপি নিয়ে কোন ষড়যন্ত্রই সফল হবে না

টুঙ্গিপাড়ায় খাল ও রাস্তার দুইপাশের জঙ্গল পরিষ্কার: দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে খুশি এলাকাবাসী

ডাসারে দিনমজুর রুবেলের জীবনে দুঃখের ছায়া

উল্লাপাড়ায় ইউএনও মোহাম্মদ হাসনাত: দায়িত্ব পালনের ১৩ মাসে বাড়ছে বিতর্ক

’প্রথম বাংলাদেশ ফোরাম’ সম্মাননা পেলেন সাংবাদিক এস এম পিন্টু

চট্টগ্রামে খুনের মামলার আসামি ছোবানের ৬ মাসের সাজা, ৩০ লাখ টাকা জরিমানা

ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার

ঝিনাইদহে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত মামা আটক

সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

যৌক্তিক দাবি বাস্তবায়নে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পাশে থাকার আশ্বাস দিলেন জেলা প্রশাসক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক ভাঙন: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় হাজার হাজার মানুষ

একটি স্বয়ংসম্পূর্ণ দেশের নাম হবে বাংলাদেশ: ইসরাফিল খসরু

মৌলভীবাজারে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা অনুষ্টিত