ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বাবা ইউপি চেয়ারম্যান' এক ছেলে এমপি, অন্যজন হলেন উপজেলা চেয়ারম্যান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩১-৫-২০২৪ দুপুর ৪:৫০

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন উপজেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ (আনারস)।

মামুনুর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদের ছোট ভাই। তার বাবা নুরুল ইসলাম উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদের টানা দুইবারের জনপ্রিয় সফল চেয়ারম্যান।

নির্বাচনে মামুনুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার ও মেয়ে খাদিজা বিনতে রোশন।

জানা যায়, নব্বইয়ের দশকে দেবীদ্বারের বরকামতা ইউনিয়নের একটি ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদের বাবা নুরুল ইসলাম। ২০১৬ সালের আগস্টে তিনি বরকামতা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফায় ইউপি চেয়ারম্যান হন নুরুল ইসলাম। ২০২১ সালে দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তার বড় ভাই আবুল কালাম আজাদ নির্বাচিত হন।

২০২৩ সালের ২০ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র ভাবে সংসদ নির্বাচন করে আবুল কালাম আজাদ নির্বাচিত হন। বুধবার (২৯ মে) মামুনুর রশিদ দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সকালের সময় কে বলেন, ‘আমার চার ছেলে ও তিন মেয়ে। ছেলেদের মধ্যে এমপি আবুল কালাম আজাদ দ্বিতীয় ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ তৃতীয়। ছেলেরা বড় হওয়ার আগেই আমি মেম্বার হয়েছি।

তিনি সকালের সময়কে বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। তারা দুজনই রাজনীতি করে। মানুষের কল্যাণে কাজ করে। এর ফল হিসেবে উপজেলাবাসী তাদের ভালোবাসা দিয়েছেন। উপজেলাবাসীর কাছে আমি কৃতজ্ঞ।’ বাবা হয়ে সন্তানদের সাফল্য দেখে ভবিষ্যৎ রাজনীতির জন্য দেবীদ্বারে সাধারণ জনগণ দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি এবং আমার পরিবার দেবিদ্বার বাসীর কাছে চির কৃতজ্ঞ।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ জানান' ‘নির্যাতিত ও বঞ্চিত দেবিদ্বারবাসীর পক্ষে দাঁড়িয়েছে আমাদের পরিবার। আমরা আগ থেকেই দেবিদ্বারের মানুষের কল্যাণে কাজ করেছি। উপজেলাবাসী বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব দিয়েছেন ব্যালটের মাধ্যমে। এখন আরও বেশি করে মানুষের সেবা করতে পারবো। দুই ভাই মিলে দেবীদ্বারে   সাধারণ খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াব, যেকোনো পরিস্থিতিতে আমার নির্বাচনী এলাকায় জন সাধারণ এর জন্য আমার ফ্যামিলির সর্বস্ব দিয়ে অমৃত পাশে থাকার চেষ্টা করব।

নবনির্বাচিত দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ সবার মতামত নিয়ে দেবীদ্বারকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের কল্যাণে আমাকে উৎসর্গ করলাম।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা

চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোটালীপাড়ায়, বিপর্যস্ত জনপদ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১