চীনে উইচ্যাটসহ ৪৩ অ্যাপসের বিরুদ্ধে ডাটা চুরি অভিযোগ
গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বিশ্বব্যাপী এক বড় সমস্যায় পরিণত হয়েছে। এবার উইচ্যাট সহ মোট ৪৩ টি অ্যাপ বেআইনিভাবে গ্রাহকের তথ্য সংগ্রহ করছে। বুধবার এই দাবি করেছে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালায় বেজিংয়ের তরফ থেকে এই কোম্পানিগুলোকে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি গ্রাহকের তথ্য সম্পর্কে নিয়মাবলী আরও কড়াকড়ি করেছে চীনের সরকার। আর এর পরেই নতুন এই নির্দেশ প্রকাশ্যে এল। বেজিংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই অ্যাপগুলো গ্রাহকের কনট্যাক্ট লিঙ্ক ও লোকেশন ডেটা বেআইনিভাবে সংগ্রহ করেছে। এছাড়াও পপ আপ উইন্ডোর গ্রাহককে হয়রানির অভিযোগ তুলেছে চিনের সরকার।
এই তালিকায় রয়েছে আলিবাবা গ্রুপের একটি ই-রিডিং অ্যাপ। এছাড়াও রয়েছে জনপ্রিয় ট্রাভেল অ্যাপ ট্রিপ ডট কম ও ভিডিও স্ট্রিমিং অ্যাপ আইশিয়ি।
চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে ২৫ অগাস্টের আগে এই সব অভিযোগের সমাধান করতে হবে অ্যাপগুলোকে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সংশোধন না করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবহার নেওয়া হবে।
যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি উইচ্যাটের প্রধান কোম্পানি টেনসেন্ট, আলিবাবা ও ট্রিপ ডট কম।
সম্প্রতি টেক কোম্পানিগুলির জন্য আইন আরও কড়া করতে শুরু করেছে। সেই সময়েই এই তথ্য প্রকাশ্যে আসার পরেই সেই দেশের টেক কোম্পানিগুলোর উপরে চাপ বাড়াল বেজিং।
সম্প্রতি টেক দুনিয়ায় সঠিক প্রতিযোগিতার সুযোগ করে দিতে নতুন আইনের খসড়া প্রকাশ করেছিল চীন সরকার। বিশেষ করে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে বিশেষভাবে উদ্যোগ নিচ্ছে শি জিনপিং সরকার। এছাড়াও দেশের মানুষের ব্যক্তিগত তথ্য যেন কোন কোম্পানি মুনাফার কাজে ব্যবহার না করে সেই দিকেও লক্ষ্য দিচ্ছে বেজিং।
প্রীতি / প্রীতি
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার
বিশ্বের সবচেয়ে স্লিম ফাইভজি ফোন এখন বাংলাদেশে
বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যা আপনাকে জানতেই হবে
স্ক্রিন মিরর যেভাবে ঝুঁকি তৈরি করছে
গুগল ক্রোম বিক্রি করতে হবে না!
সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!
অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে
মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা
জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা
হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই
বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে
এসিরও হার্ট আছে জানেন কি?