ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আনোয়ারায় উপকূল বেড়িবাঁধ পরিদর্শনেঃ অর্থ প্রতিমন্ত্রী


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ৪:৪২

উপকূলের সার্বিক পরিস্থিতির বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি,বিভিন্ন জায়গায় ঢেউয়ের কারণে বেড়িবাঁধ ভাঙ্গনের শঙ্কা ছিলো।সরেজমিনে বিষয়টি পরিদর্শন করতে বর্তমান নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হককে পাঠিয়েছিলাম।গত কিছুদিন আগেও আমি বেড়িবাঁধ পরিদর্শনে এসেছি।বেড়িবাঁধের বিভিন্ন অংশ অরক্ষিত দেখে নতুন করে মাননীয় প্রধানমন্ত্রী বেড়িবাঁধের অর্থ বরাদ্দ দিয়েছে।যেখানে বেড়িবাঁধ অরক্ষিত রয়েছে সেসব জায়গায় আপতত জিও ব্যাগ দেওয়া হচ্ছে।চলতি বছরে নতুন বরাদ্দের কাজ শুরু হবে বলে জানান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি।

শনিবার (০৮ জুন) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলীয় বাইঘ্যের ঘাট এলাকার বেড়িবাঁধ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।সন্ধ্যা ৬টায় রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়।এসময় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ ইসহাকের যৌথ সঞ্চালনায় এতে সৈয়দ নুরের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। 

এতে সকলের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন,আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখেছি জনপ্রতিনিধিরা জনগণের সেবার জন্য নির্বাচিত হন, এবং সেবার মাধ্যমে জনগনের মন জয় করতে হবে। সদ্য ঘোষিত ২৪-২৫ অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য, প্রধানমন্ত্রী আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে আপনাদের উন্নয়নের জন্য কাজ করবে। কিছুদিন পর বেড়িবাঁধের কাজ শুরু হবে আপনারা স্থানীয় হিসেবে বেড়িবাঁধের কাজ তদারকি করবেন এবং কাজে সহযোগিতা করবেন। নিজেদের মধ্যকার ঝামেলার কারণে যাতে বেড়িবাঁধের কাজে সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবেন। 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর  সাবেক সভাপতি ডা. নাছির উদ্দিন,নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মান্নান (মান্না), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট চুমকি চৌধুরী,আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন সুজন , চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন,চাতরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু,হাইলধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন,সাবেক সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন সোহেল,সাবেক ছাত্র নেতা ম.ফরিদুল কবির ,উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের,আহকাম ইবনে জামিল মিশন,মেম্বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। 

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক