অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার দ্বিতীয় মেয়াদে বুয়েট-এর ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান

বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে বুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ৩ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার-কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর ভাইস-চ্যান্সেলর হিসেবে ৪ (চার) বছরের জন্য নিয়োগ করেছেন।
ইতঃপূর্বে ২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের ১৪তম উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। গত ২৫ জুন পূর্বাহ্নে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে প্রথম মেয়াদের কার্যদিবস সমাপ্ত করেন। ৩ জুলাই ২০২৪ তারিখে অপরাহ্নে যোগদানের ফলে তিনি টানা দ্বিতীয় মেয়াদে বুয়েটের উপাচার্য হলেন।
অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ১৯৫৮ সালের ডিসেম্বরে ফেনী জেলার দাগনভূঁইয়া থানার রামনগরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে চাঁদপুরের ডি এন হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে চাঁদপুর কলেজ থেকে এইচএসসি পাস করেন।
তিনি ১৯৮১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগ থেকে ১ম শ্রেণিতে বি.এসসি ডিগ্রী অর্জন করেন এবং মেধা তালিকায় ৪র্থ স্থান লাভ করেন। ১৯৮৫ সালে বুয়েটের একই বিভাগ থেকে এম.এসসি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৩ সালে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) খড়গপুর থেকে অপটিকাল ফাইবার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৮১ সালে বুয়েটে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে নিযুক্ত ছিলেন। জুন-২০০৬ থেকে মে-২০০৮ পর্যন্ত বুয়েটের ইইই বিভাগের বিভাগীয় প্রধান এবং জুন-২০১০ থেকে জুন-২০১২ পর্যন্ত বুয়েটের ইইই অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অত্র বিশ^বিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সহকারী প্রভোস্ট হিসেবে ৬ বছর এবং আহসানউল্লাহ হলের প্রভোস্ট হিসেবে ২ বছর দায়িত্ব পালন করেন। ডিসেম্বর ২০১৬ থেকে মে ২০১৯ পর্যন্ত বুয়েট ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন।
তিনি জানুয়ারি ১৯৯৯ থেকে জুলাই ২০০২ পর্যন্ত মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয় (এমএমইউ) সাইবারজায়া, মালয়েশিয়া’র ইঞ্জিনিয়ারিং অনুষদের ভিজিটিং অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। ডিসেম্বর ২০০১ থেকে জানুয়ারী ২০০২ পর্যন্ত তিনি গুনমা বিশ্ববিদ্যালয়ের, জাপান এর তড়িৎ প্রকৌশল বিভাগের ভিজিটিং রিসার্চ প্রফেসর ছিলেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পারমা বিশ্ববিদ্যালয়, ইতালি এর তথ্য প্রকৌশল বিভাগের একজন পরিদর্শন গবেষক ছিলেন।
তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও ঢাকার চেম্বার অব কমার্স (ডিসিসি) এর এই অঞ্চলে টেলিযোগাযোগ খাতের উন্নয়নের জন্য পরামর্শদাতা হিসেবে কাজ করেন।
তিনি দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে ডিপিডিসি এবং বিটিসিএল-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর গবেষণার মধ্যে রয়েছে অপ্টো-ইলেকট্রনিক্স এবং ফটোনিকস, অপটিকাল ফাইবার যোগাযোগ ব্যবস্থা, ডিডাব্লিউডিএম অপটিকাল নেটওয়ার্কস, সলিটন প্রোপাগেশন, ব্রডব্যান্ড ওয়্যারলেস কমিউনিকেশন, মোবাইল এবং ইনফ্রারেড নেটওয়ার্কস। তিনি ১০০ টিরও বেশি এম.এসসি ইঞ্জিনিয়ারিং থিসিস এবং ৮টি পিএইচ.ডি থিসিস তদারকি করেছেন এবং ২০০ টিরও বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণামূলক প্রবন্ধ, রেফার্ড জার্নালস এবং কনফারেন্স প্রসিডিংস প্রকাশ করেন।
Sunny / Sunny

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের
