বৃষ্টি উপেক্ষা করে কোটা বাতিলের দাবীতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা- টাংগাইল মহাসড়ক অবরোধ

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারী চাকুরীতে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবীতে ঢাকা - টাংগাইল - বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে।
আজ শনিবার (৬ জুলাই) সকাল ১০.৩০ ঘটিকা থেকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুপুর ১২ টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় সময় শিক্ষার্থীরা সারা বাংলায় খবর দে-কোটা প্রথার কবর দে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা - টাংগাইল মহাসড়ক রোড। এসময় মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার যানবাহন চলাচল থেমে যায়। অ্যাম্বুলেন্সসহ সকল জরুরি যানবাহনের জন্য আলাদা লেন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে বিএমবি বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন -একটি স্বাধীন রাষ্ট্রে কোন ভাবেই ৫৬% কোটা থাকতে পারে না। আমরা ছাত্র ছাত্রীরা সারা দিন পরিশ্রম করে যে চাকরী যুদ্ধে আসি, সে যুদ্ধে আমরা কোন বৈষম্য চাই না এবং তা কখনও মেনেও নেব না। আমরা কোন আন্দোলন চাই না। আমরা শান্তিপূর্ণ ভাবে পড়ালেখা করতে চাই। পড়ালেখার মাধ্যমে আমাদের নিজেদের যোগ্যতা ও মেধার লড়াই করে সরকারের বিভিন্ন পদে চাকরি নিতে চাই। কোটা বাতিল আমাদের যোক্তিক দাবী কারণ চাকরীর বাজারে যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকুরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে। এর ফলে দেশ মেধাশূন্যতায় ভুগবে। উন্নত রাষ্ট্র গড়তে কোটা ভিত্তিক নয় বরং মেধাভিত্তিক মূল্যায়ন করা উচিত। এই কোটা পদ্ধতি সংস্কার না হলে দেশের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার কোন মূল্য থাকবে না।
রসায়ন বিভাগের শিক্ষার্থী আখিল আহমেদ বলেন -বকুল তলায় বকুল ঝরলে, কদম তলায় কদম পরলে আন্দোলন সফল হয় না, আন্দোলন সফল করতে হলে রাজপথে আসতে হয়। আজকে আমাদের যোক্তিক দাবী নিয়ে আমরা রাজপথে এসেছি। আমাদের দেশে ৫৬ % কোটা, আমাদের দেশটি স্বাধীন হয়েছিল বৈষম্য দূর করার জন্য, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও যদি কোটা বৈষম্য থাকে তাহলে ঐ স্বাধীনতার কোনো দাম থাকে না।আমরা চাই ছাত্র সমাজের কথা বিবেচনা করে সরকারী চাকরীতে কোটাকে গুরুত্ব না দিয়ে মেধাকে গুরুত্ব দেওয়া হোক এবং অতি দ্রত কোটা সংস্কার করে আমাদের দাবীকে মূল্যায়ন করা হোক।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কামাল মিয়া বলেন -বৈষম্যের অন্যতম দিক হল কোটা পদ্ধতি। যা দেশকে মেধাশূনের দিকে নিয়ে যাচ্ছে।মেধাকে প্রাধান্য না দিয়ে যদি বিভিন্ন কোটায় অযোগ্য লোকদের প্রাধান্য দেওয়া হয়, তাহলে দেশের উন্নতি কখনোই সম্ভব নয়। বৈষম্যমূলক কোটার মাধ্যমে আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। আমি মনে করি মেধা ও যোগ্যতাই চাকরীর অন্যতম শর্ত হওয়া উচিত। তাই অবিলম্বে কোটা বাতিল চাই,কোটা প্রথা বাতিল না হলে যোগ্য ও অযোগ্যর মধ্যে কোন পার্থক্য থাকবে না, দেশ মেধাশূন্য হয়ে পড়বে। মেধা ও জ্ঞান কে কোটার মধ্যে সীমাবদ্ধ রাখলে আমাদের দেশের সমৃদ্ধিও কোটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এমএসএম / এমএসএম

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেফতারের দাবিত ছাত্রদলের বিক্ষোভ

গকসু নির্বাচন: তিন দিনে মনোনয়ন ফরম ৮৭, উত্তেজনায় ভরপুর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

দেশের স্বার্থেই কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে- ভেটেরিনারি অনুষদের ডিন

সভায় বসেছে প্রকৌশলীদের দাবি নিয়ে গঠিত কমিটি

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার
