ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

চিড়িয়াখানার পশু হাসপাতালের ডেসার রুহুল আমিন এর বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ১২-৭-২০২৪ দুপুর ৩:২৮

ঢাকা জাতীয় চিড়িয়াখানার পশু হাসপাতালের ডেসার রুহুল আমিনের বিরুদ্ধে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছেন । গত  ৩ জুলাই দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন ভার্সনে"সরকারি চাকরিজীবী হয়েও করেন অবৈধ লাগেজ টানা ব্যবসা" শিরোনামে নিউজ প্রকাশিত হলে ঢাকা জাতীয় চিড়িয়াখানার পরিচালক  ডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এর নজরে আসলে তিনি তৎক্ষণাৎ ৩ সদস্য  বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন, কমিটির প্রধান হিসেবে চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ মজিবুর রহমানকে দায়িত্ব দেওয়া  হয় এবং কমিটিকে পরবর্তী ৫ কর্ম দিবসের ভিতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় ।
পরদিন ৪ জুলাই দৈনিক সকালের সময় পত্রিকায় গুরুত্বের সহিত প্রথম পাতায় নিউজ টি প্রকাশিত হয় । ‌

চিড়িয়াখানার অফিস সূত্রে জানা যায়, গত ১১ ই জুলাই বৃহস্পতিবার তদন্ত কমিটি জাতীয় চিড়িয়াখানার পরিচালকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেন ।যেখানে নিউজে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে । পত্রিকার প্রকাশিত নিউজ এর অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে আরও  অনেক চমকপ্রদ তথ্য পেয়েছে তদন্ত কমিটি ।পত্রিকায় নিউজ এবং তদন্ত কমিটি গঠন হওয়ার পরে, জাতীয় চিড়িয়াখানা হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ডেসার রুহুল আমিন তার ব্যবসায়িক পাসপোর্ট হারিয়ে গেছে মর্মে থানায় সাধারণ ডায়েরি (জিডি ) করেন, এবং তদন্ত কমিটির নিকট সে সাধারণ ডায়েরি (জিডি) কপি জমা দেন । আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ বা চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাসপোর্ট করতে হয় । তেমনি ভাবে নিজ নামে ব্যবসা-বাণিজ্য করতে হলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়, তারপর ব্যবসা করতে হয় । যেটা রুহুল আমিন করেননি ।
তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নির্জনা জুয়েলার্স এর কাগজপত্র অফিসে জমা দিয়েছেন । 

শুধু গত জুন মাসে নয়, গত এপ্রিল মাসেও ডেসার রুহুল আমিন ভারতে ১০ দিন সময় কাটিয়েছেন, ১৪ ই এপ্রিল থেকে ২৪শে এপ্রিল , এছাড়া ২০২৩ সালের ১৩ ও ১৬ই মে মাসে দুইদিন বিমানে যাতায়াত করেছেন বলে তার সফর সঙ্গী সূত্রে নিশ্চিত হওয়া গেছে ।একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, চলতি বছরের ২৫ শে জানুয়ারি তারিখে সমকামিতার অভিযোগে রুহুল আমিন দারুস সালাম থানায় গ্রেফতার হন এবং বড় অংকের টাকা লেনদেনের মাধ্যমে রাত বারোটার পরে মুক্তি পান । তার বিরুদ্ধে দারুস সালাম থানায় একাধিক জিডি আছে সর্বশেষ গত ৪ তারিখে তার বিরুদ্ধে দারুস সালাম থানায় আরো একটি জিডি হয় ,জিডি নাম্বার ২০১ ।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার  পরিচালক ডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশিত নিউজ এর সত্যতা পাওয়া গেছে, নিউজে প্রকাশিত অভিযোগ ছাড়াও আরো অনেক অভিযোগ আমাদের সামনে এসেছে । আমি নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদনের রিপোর্ট জমা দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবেন।
অপরাধীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন ।

এমএসএম / এমএসএম

ড্রাইভার কনস্টেবল মো. সোহাগ হোসেনকে নিটোরে দেখতে গেলেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম

বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশের পোশাক কারখানা: LEED Platinum-এ ১১০-এর মধ্যে ১০৮ স্কোর অর্জন HAMS Garments Ltd.-এর

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উদযাপন

রাজধানীর সায়েদাবাদে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র, মাদক ও বিপুল অর্থসহ ৬ জন আটক

এলজিইডির প্রধান প্রকৌশলকে সকালের সময় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন

‎নকশার বহির্ভূত ব্যক্তিগত জমিতে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগে তুরাগে মানববন্ধন, আদালতে মামলা

শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল

লালবাগে মৃত্যুর মুখে শত শত মানুষ: হেলে পড়া ভবনেও 'নিস্পৃহ' রাজউক!

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ

‎তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ