চিড়িয়াখানার পশু হাসপাতালের ডেসার রুহুল আমিন এর বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

ঢাকা জাতীয় চিড়িয়াখানার পশু হাসপাতালের ডেসার রুহুল আমিনের বিরুদ্ধে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছেন । গত ৩ জুলাই দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন ভার্সনে"সরকারি চাকরিজীবী হয়েও করেন অবৈধ লাগেজ টানা ব্যবসা" শিরোনামে নিউজ প্রকাশিত হলে ঢাকা জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এর নজরে আসলে তিনি তৎক্ষণাৎ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন, কমিটির প্রধান হিসেবে চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ মজিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয় এবং কমিটিকে পরবর্তী ৫ কর্ম দিবসের ভিতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় ।
পরদিন ৪ জুলাই দৈনিক সকালের সময় পত্রিকায় গুরুত্বের সহিত প্রথম পাতায় নিউজ টি প্রকাশিত হয় ।
চিড়িয়াখানার অফিস সূত্রে জানা যায়, গত ১১ ই জুলাই বৃহস্পতিবার তদন্ত কমিটি জাতীয় চিড়িয়াখানার পরিচালকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেন ।যেখানে নিউজে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে । পত্রিকার প্রকাশিত নিউজ এর অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে আরও অনেক চমকপ্রদ তথ্য পেয়েছে তদন্ত কমিটি ।পত্রিকায় নিউজ এবং তদন্ত কমিটি গঠন হওয়ার পরে, জাতীয় চিড়িয়াখানা হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ডেসার রুহুল আমিন তার ব্যবসায়িক পাসপোর্ট হারিয়ে গেছে মর্মে থানায় সাধারণ ডায়েরি (জিডি ) করেন, এবং তদন্ত কমিটির নিকট সে সাধারণ ডায়েরি (জিডি) কপি জমা দেন । আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ বা চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাসপোর্ট করতে হয় । তেমনি ভাবে নিজ নামে ব্যবসা-বাণিজ্য করতে হলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়, তারপর ব্যবসা করতে হয় । যেটা রুহুল আমিন করেননি ।
তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নির্জনা জুয়েলার্স এর কাগজপত্র অফিসে জমা দিয়েছেন ।
শুধু গত জুন মাসে নয়, গত এপ্রিল মাসেও ডেসার রুহুল আমিন ভারতে ১০ দিন সময় কাটিয়েছেন, ১৪ ই এপ্রিল থেকে ২৪শে এপ্রিল , এছাড়া ২০২৩ সালের ১৩ ও ১৬ই মে মাসে দুইদিন বিমানে যাতায়াত করেছেন বলে তার সফর সঙ্গী সূত্রে নিশ্চিত হওয়া গেছে ।একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, চলতি বছরের ২৫ শে জানুয়ারি তারিখে সমকামিতার অভিযোগে রুহুল আমিন দারুস সালাম থানায় গ্রেফতার হন এবং বড় অংকের টাকা লেনদেনের মাধ্যমে রাত বারোটার পরে মুক্তি পান । তার বিরুদ্ধে দারুস সালাম থানায় একাধিক জিডি আছে সর্বশেষ গত ৪ তারিখে তার বিরুদ্ধে দারুস সালাম থানায় আরো একটি জিডি হয় ,জিডি নাম্বার ২০১ ।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশিত নিউজ এর সত্যতা পাওয়া গেছে, নিউজে প্রকাশিত অভিযোগ ছাড়াও আরো অনেক অভিযোগ আমাদের সামনে এসেছে । আমি নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদনের রিপোর্ট জমা দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবেন।
অপরাধীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন ।
এমএসএম / এমএসএম

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল

ওয়ার্ড নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
