ঢাকা মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

আইফোনে ৮০ শতাংশের পর আর চার্জ না হলে করণীয়


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ১:১৬

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আইফোন শখের ডিভাইস। তবে আইফোন কিছুদিন পর ব্যবহারের পর নানান সমস্যা দেখা দেয়। যেমন অনেকের আইফোনে ৮০ শতাংশ চার্জ হওয়ার পর আর চার্জ হয় না। আইফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যাওয়ার পর তাতে লেখা থাকে, ‘ব্যাটারি চার্জিং অন হোল্ড’। অনেকেই জানেন, এটি হিটের কারণে ঘটে। ব্যাটারি খুব গরম হয়ে গেলে, চার্জিং বন্ধ হয়ে যায়। তবে আমাদের জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে, এটি শুধু অতিরিক্ত গরমের কারণে ঘটে না। আরও অনেক কারণ থাকতে পারে যার কারণে চার্জিং ৮০ শতাংশ এর পরে বন্ধ হয়ে যায়। অ্যাপল জানিয়েছে, যদি ফোনের চার্জিং বন্ধ হয়ে যায়, তাহলে নিশ্চিত হয়ে নিতে হবে যে ফোনটিকে আসল চার্জার দিয়ে প্লাগ করা হয়েছে যা ফোন কেনার সময়ে আসল বক্সের সঙ্গে দেওয়া হয়েছিল। এছাড়াও নিশ্চিত করতে হবে যে, ফোনটি কোনো ওয়াল পাওয়ার সকেট, কম্পিউটার বা অ্যাপলের পাওয়ারের অন্যান্য আনুষাঙ্গিক প্লাগের সঙ্গে সংযুক্ত রয়েছে।
খেয়াল করুন ডিভাইসের নিচে চার্জিং পোর্টে কোনো ময়লা আছে কি না। সেটিও সাফ করতে হবে, তারপর আমাদের ডিভাইসে চার্জিং কেবলটি শক্তভাবে প্লাগ করতে হবে। এই সেটিংয়ের সামান্য ভুলের কারণেও অনেক সময় চার্জিং ৮০ শতাংশে বন্ধ হয়ে যায়।
আইওএস ১৩ এবং পরবর্তী ডিভাইসে অপ্টিমাইজ করা ব্যাটারি চার্জিং ব্যবহারের সময় আইফোন দৈনন্দিন চার্জিং রুটিন বোঝার জন্য অন-ডিভাইস মেশিন লার্নিং ব্যবহার করে। তাই যদি কারও ফোন ৮০ শতাংশ চার্জ থাকা অবস্থায় সবসময় বন্ধ হয়ে যায় তবে এমনটি হতে পারে যে, ফোনের সেটিংসে অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং অপশনটি এনেবল করা আছে। চার্জ করার সময় আমাদের আইফোন কিছুটা গরম হতে পারে। ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য, ফোনের সফটওয়্যারটি খুব গরম হয়ে গেলে ৮০ শতাংশের উপরে চার্জ হওয়া থেকে বিরত রাখাই ভালো। একবার তাপমাত্রা কমে গেলে, আইফোন আবার চার্জ করা শুরু করবে। এছাড়াও আইফোন এবং চার্জারকে ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যেতে পারে।

 

Aminur / Aminur

বন্ধ হচ্ছে একক ব্যান্ডের রাউটার

বাতাস-সূর্যের আলো ছাড়াই শক্তি যোগাবে নতুন ব্যাটারি প্রযুক্তি

চোর ও পুলিশ দু’পক্ষকেই বিপাকে ফেলবে আইফোনের নতুন ফিচার

খাবারের টাকায় ওয়াশিং পাউডার কেনায় চাকরি গেল কর্মীর!

ক্লাচ ছাড়াই বদলে যাবে মোটরসাইকেলের গিয়ার

শুধু বাংলাদেশেই ১ কোটির বেশি ভিডিও ডিলিট করল টিকটক

নতুন রেকর্ড গড়ল ইলন মাস্কের স্পেসএক্স

অবশেষে সাইবারক্যাব উদ্বোধন করছেন ইলন মাস্ক

গুগলের একচেটিয়া ব্যবসায় বড় ধাক্কা

২০০ বিলিয়ন ডলার ক্লাবে যোগ দেওয়া জাকারবার্গ এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী

চন্দ্রমিশন ২০৩০: নতুন স্পেসস্যুট দেখাল চীন

সারাদেশে ৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবায় বিঘ্ন হতে পারে

১০ মিনিটের চার্জে ২ ঘণ্টা চলবে এই ইয়ারবাড